০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ঢাবি এলামনাই’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৫
ঢাবি এলামনাই’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর


গত ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অবইউএসএ ইনক’র কার্যকরি কমিটির বিদায়ী সভাপতি সাইদা আক্তার লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিনের পরিচালনায় এক সভায় নবনির্বাচিত সভাপতি এমএস আলম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আগামীর সকল কর্মকান্ডে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কমিটিসহ সকল প্রাক্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গতানুগতিকতা থেকে বেড়িয়ে এসে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সভায় উপস্থিত বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক স্মরণীয় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

যৌথ উপস্থাপনায় ছিলেন আহবায়ক মীর কাদের রাসেল, সদস‍্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন। কেক কেটে উদ্বোধন করেন এটর্নী মইন চৌধুরী, ব্রুকলীন কমিউনিটি বোর্ড ১২ এর সেক্রেটারী মামুনুল হক, শাহেদা হাই (জিয়া)। বক্তব্য রাখেন- মাকসুদ চৌধুরী, হাসান চৌধুরী, আহসান হাবীব, হাজী শফিউল আলম, মোহ্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন, ডাইন টাউন বিজিনেস এসোসিয়েশনের নেতা আজিজ হীরু, মোহাম্মদ শফি প্রমুখ। শেষ পর্বে সংগীত পরিবেশনায় ছিলেন কন্ঠ শিল্পী নাজি আকন্দ ও আফতাব জনি।

শেয়ার করুন