গত ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অবইউএসএ ইনক’র কার্যকরি কমিটির বিদায়ী সভাপতি সাইদা আক্তার লিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী শামসুদ্দিনের পরিচালনায় এক সভায় নবনির্বাচিত সভাপতি এমএস আলম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে আগামীর সকল কর্মকান্ডে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কমিটিসহ সকল প্রাক্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গতানুগতিকতা থেকে বেড়িয়ে এসে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই সভায় উপস্থিত বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে এক স্মরণীয় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
যৌথ উপস্থাপনায় ছিলেন আহবায়ক মীর কাদের রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন। কেক কেটে উদ্বোধন করেন এটর্নী মইন চৌধুরী, ব্রুকলীন কমিউনিটি বোর্ড ১২ এর সেক্রেটারী মামুনুল হক, শাহেদা হাই (জিয়া)। বক্তব্য রাখেন- মাকসুদ চৌধুরী, হাসান চৌধুরী, আহসান হাবীব, হাজী শফিউল আলম, মোহ্তাদির বিল্লাহ, মাসুদ সিরাজী, মহিউদ্দীন চৌধুরী খোকন, ডাইন টাউন বিজিনেস এসোসিয়েশনের নেতা আজিজ হীরু, মোহাম্মদ শফি প্রমুখ। শেষ পর্বে সংগীত পরিবেশনায় ছিলেন কন্ঠ শিল্পী নাজি আকন্দ ও আফতাব জনি।