৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:২০:০৪ পূর্বাহ্ন


অর্থ সংকটে সিটির ২৮ হাজার ছাত্রছাত্রীর সামার প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
অর্থ সংকটে সিটির ২৮ হাজার ছাত্রছাত্রীর সামার প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত সামার রাইজিং প্রোগ্রামে ছাত্রছাত্রী


তহবিল কাটার কারণে এবছর সামারে নিউইয়র্ক সিটির প্রায় ২৮ হাজার ছাত্রছাত্রী সামার রাইজিং প্রোগ্রামে যোগদান করতে পারবে না। নিউইয়র্ক সিটি মেয়র সিটির জনপ্রিয় গ্রীষ্মকালীন স্কুল প্রোগ্রামের তহবিলের ঘাটতি পূরণ না করলে ২৮ হাজার ছাত্রছাত্রী সামার রাইজিং প্রোগ্রামে যোগদান অনিশ্চিত থাকবে। 

সামার রাইজিং একটি বিনামূল্যের প্রোগ্রাম যা প্রাক্তন মেয়র বিল ডি ব্লাসিও কোভিড-১৯ মহামারির সময় চালু করেছিলেন। এই বছর প্রায় ১ লাখ ৩৮ হাজার পরিবার সামার রাইজিংয়ে আসনের জন্য আবেদন করেছে। কিন্ডারগার্টেন থাকে ৮ম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য ১ লাখ ১০ হাজার আসনবিশিষ্ট এই প্রোগ্রামটি জুলাই এবং আগস্ট মাসে শহর জুড়ে শত শত স্কুল ও সাইটে চলবে। শিক্ষকরা সকালের অংশে শিক্ষাগত নির্দেশনা প্রদান করেন, যখন স্কুলের সঙ্গে অংশীদারিত্বে কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর একটি নেটওয়ার্ক, বিকালে সমৃদ্ধকরণ কার্যক্রম থাকে। প্রোগ্রামটি ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়েছে। শুধু যারা একাডেমিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য নয়, এটা সবার জন্য। প্রায় ১ লাখ ৩৮ হাজার পরিবারের মধ্যে ১ লাখ ১০ হাজার পরিবার সামার রাইজিং প্রোগ্রামে ক্লাস করার সুযোগ পাবে। 

যদিও সীমিত আসনের কারণে এই গ্রীষ্মে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী এই প্রোগ্রামের বাইরে থাকবে। আবেদনকারী মধ্যে অস্থায়ী আবাসন বা ফস্টার কেয়ারে বসবাসকারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন কিছু শিক্ষার্থী প্রোগ্রামে ১০০ ভাগ স্থান পেয়েছে। যেসব শিক্ষার্থী তাদের স্কুল বছরের শেষে গ্রীষ্মকালীন স্কুলে যোগদান করা বাধ্যতামূলক তাদেরও সামার রাইজিংয়ের একাডেমিক অংশে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। যারা বর্তমানে সিটি ডিপার্টমেন্ট অফ ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত আফটার-স্কুল প্রোগ্রামে যোগদান করে এবং যারা তাদের বর্তমান স্কুলে অবস্থিত একটি সাইটে যোগদানের জন্য আবেদন করেছে, শুধু তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

কিছু পরিবার যারা অফারটি প্রত্যাখ্যান করেছে তাদের জন্য অতিরিক্ত আসন খোলার সম্ভাবনা রয়েছে। যেসব পরিবার প্রোগ্রামের অফার পাননি তারা বর্তমানে যেকোন প্রোগ্রামের জন্য মাই স্কুলসের একটি অপেক্ষা তালিকায় নিজেদের যুক্ত করতে সক্ষম হবেন।

নিউইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস এক বিবৃতিতে বলেন, আমি আবারো সামার রাইজিংয়ের প্রতি অপরিসীম আগ্রহ দেখে রোমাঞ্চিত।

প্রোগ্রামের জনপ্রিয়তা সত্ত্বেও, সামার রাইজিংয়ের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। প্রোগ্রামটি প্রাথমিকভাবে কোভিড-১৯ মহামারির সঙ্গে যুক্ত ফেডারেল স্টিমুলাস ডলার দিয়ে অর্থায়ন করা হয়েছিল, যা এই বছরের শেষের দিকে শেষ হতে চলেছে। যদিও নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘোষণা করেছেন যে এই গ্রীষ্মে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রজেক্ট ফিরিয়ে আনা হবে।

শেয়ার করুন