প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা)। যার ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উদযাপন ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪ যথাযোগ্য মর্যাদায় আয়োজন করে সংগঠনটি।
গত ২৪ ডিসেম্বর ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইম টিভি ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কবি মাকসুদা আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সংগঠনের স্কুল ও সমাজসেবা সম্পাদিকা এবং উদযাপন কমিটির সদস্য সচিব সালমা সুমি, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী। সংগঠনের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়সল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, আয়োজনের প্রধান সমন্বয়কারী ও সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরি সদস্য চৌধুরী মোমিত তানিম, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মখন মিয়া, এনওয়াইপিডি লুটোনেন্ট বিলাল উদ্দিন, সাংবাদিক শামীম আহমেদ, জাকির চৌধুরী সিপিএ, কবি মাসুম আহমেদ, রেজা আব্দুল্লাহ, আনোয়ার জাহিদ প্রমুখ। প্রবাসে শিশু-কিশোরদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস জানাতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুল মুমিন, মুমেনুল ইসলাম, সাংবাদিক এবিএম সালাউদ্দিন, ফারমিস আক্তার, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জুলি রহমান, ইসরাত জাহান এবং এঞ্জেলিনা মায়া ও এমডি জিয়ান।
অনুষ্ঠানের শেষপর্বে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।