১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৫:৫৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর নতুন কমিটি সভাপতি প্রদোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছামেদুল হক ঝন্টু


প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি। ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলে আয়োজিত সভায় ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমের তত্ত্বাবধানে আয়োজিত পর্বে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী প্রদোষ চক্রবর্তীকে সভাপতি ও মো. ছামেদুল হক ঝন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত ২৫ জানুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের এক বর্ধিত সভায় ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন- মো. আক্তারুজ্জামান-সিনিয়র সহ-সভাপতি, সাবেরা জামান চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মো. আল আমিন সহ-সভাপতি, এস এম আসাদুজ্জামান সেলিম সহ-সভাপতি, নাইস চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, লিটন জামান সহ-সাধারণ সম্পাদক, মো. রাকিবুল ইসলাম (রাসেল) কোষাধ্যক্ষ, খন্দকার মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক, মো. সফিউল আলম (সোহাগ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোছা. সাবিনা ইয়াসমিন সমাজকল্যাণ সম্পাদক, শিহাব কিবরিয়া (শ্রাবণ) প্রচার ও দফতর সম্পাদক এবং কার্যকরি সদস্যরা- নাহিদ রায়হান লিখন, মো. মাসুদ পারভেজ মুক্তা, মো. সিরাজুল ইসলাম, মোস্তফা সাদী, মো. সাহিদুল আলম (শাহীন), রেখা জামান চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, মো. শাহিনুর আলম শাহীন, মোস্তারীন আক্তার লিমু ও মো. শহিজুদ্দিন মিয়া (শিমুল)।

একই বর্ধিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেমকে প্রধান সমন্বয়কারী এবং মো. রাকিবুল ইসলাম রাসেলকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির অন্য সদস্যরা, গৌতম চক্রবর্তী মিন্টু যুগ্ম আহ্বায়ক, নাইস চৌধুরী সদস্যসচিব, লিটন জামান সদস্য ও খন্দকার মেহেদী হাসান সদস্য।

মো. আবুল কাশেম জানান, আগামী ২২ ফেব্রুয়ারি জ্যামাইকার আল-আকসা পার্টি হলে নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন করা হবে।

শেয়ার করুন