১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৫৮:১৮ পূর্বাহ্ন


ছাত্র-জনতার নতুন দলের কাছে প্রত্যাশা
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
ছাত্র-জনতার নতুন দলের কাছে প্রত্যাশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ


অবশেষে গঠিত হলো ছাত্র-জনতার ব্যানারে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি। স্বাধীন বাংলাদেশে প্রথাগত রাজনৈতিক বলয়ের বাইরে এসে রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে অবশ্যই সব গণতন্ত্র মনে নাগরিকের অভিনন্দন জানানো উচিত। দেখতে হবে নতুন দলের রাজনৈতিক অঙ্গীকার এবং জনতার প্রতি দায়বদ্ধতা। আরো দেখতে হবে ক্ষমতার ঘনিষ্ঠায় থেকে সব সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অতীতের মতো যেন ভাঙাচোরার সংস্কৃতি নিয়ে গড়ে না ওঠে দলটি। 

ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে ওপর দুই সদস্য অবিলম্বে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলে সংযুক্ত হওয়া সুবিবেচনা প্রসূত হবে। আমরা জানি, কোনো অবস্থায় কীভাবে বিএনপি এবং জাতীয় পার্টি গঠিত হয়েছিল। দল দুটির গঠনকালে জনভিত্তি কতদূর ছিল তর্কসাপেক্ষ। 

যুগের দাবি প্রচলিত বার্থ রাজনৈতিক ধারার বাইরে জনভিত্তিক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল, যারা ১৯৭১-এর স্বাধীনতার আদর্শ বুকে ধারণ করে ২০২৪ বৈষম্যবিরোধী চেতনাকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হবে। শুধু উচ্চারণে নয় প্রকৃত অর্থেই সমাজ এবং রাজনৈতিক জীবনের সব ক্ষেত্রে শোষণ, বঞ্চনা, অনাচার দূর করে বৈষম্যবিহীন দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। সত্যি বলতে কি জুলাই আগস্ট ২০২৪ থেকে ছাত্র-জনতার নামে সংঘটিত কিছু ঘটনা থেকে সমাজ কিন্তু ভুল সংকেত পেয়েছে। ভুল সংকেত পাচ্ছে কারো কারো ঔদ্ধত্যমূলক আচরণ থেকে। আশা করি, নতুন দল এসব বিষয়ে তাদের অবস্থান সুস্পষ্ট করবে শুরু থেকেই। আর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকেও নিস্পৃহ থেকে সব বৈধ রাজনৈতিক দলকে সমান্তরাল মাঠে খেলার সুযোগ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ প্রমাণ করতে হবে।

বলতে দ্বিধা নেই ইতিমধ্যে সরকারের কিছু আচরণ সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। অবশ্য প্রতিষ্ঠিত কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। বিগত রাজনৈতিক সরকারগুলো কমবেশি সবাই দুর্নীতি, স্বজনপ্রীতি করে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠাগুলো ধ্বংস করেছে। এমতাবস্তাহয় তরুণ সমাজের উদ্যোগে একটি প্রগতিশীল রাজনৈতিক দল স্বচ্ছ নীতির ভিত্তিতে বিকশিত হলে দেশের অমিত সম্ভাবনা কাজে লাগিয়ে জাতি অবশ্যই উদার গণতান্ত্রিক পরিবেশে গড়ে উঠতে পারবে। দেখবো অধীর আগ্রহে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় একটি নতুন রাজনৈতিক দলকে গণভিত্তি পেতে হলে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। শুভ কামনা নতুন রাজনৈতিক দলকে। পরমত সহিষ্ণুতা হোক আদর্শ দল গড়ার মূলমন্ত্র।

শেয়ার করুন