০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ক্যালিফোর্নিয়ার মন্দিরে ভারত ও হিন্দু ধর্মবিরোধী চিত্রকর্ম
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
ক্যালিফোর্নিয়ার মন্দিরে ভারত ও হিন্দু ধর্মবিরোধী চিত্রকর্ম বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে হিন্দু ধর্মবিরোধী গ্রাফিতি


দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি ঐতিহাসিক হিন্দু মন্দিরে ভারত এবং হিন্দু ধর্মবিরোধী গ্রাফিতি (চিত্রকর্ম) আঁকা হওয়ার ঘটনা দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে গত এক বছরে এরকম একাধিক ঘটনা ঘটার পর। মন্দিরের স্বেচ্ছাসেবক মেহুল প্যাটেল বলেন, ৮ মার্চ চিনো হিলসের বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে যারা পৌঁছেছিলেন, তারা হতবাক হয়ে যান যখন দেখলেন মন্দিরের নামের পিংক স্টোন সাইনটি এমন শব্দে ঢাকা পড়েছে যা ‘হিন্দুস্তান মুরদাবাদ’ অর্থাৎ ‘হিন্দু ও ভারতের মৃত্যু কামনা’ লেখা ছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অশালীন চিত্রকর্ম এবং সাইডওয়াকেও আঁকা হয়েছিল। সান বের্নার্ডিনো শেরিফের কর্মকর্তারা বলেছেন, তারা এই ঘটনার তদন্ত করছেন এবং এখনও কোনো সন্দেহভাজন চিহ্নিত করেননি। মেহুল প্যাটেল বলেন, এই ঘটনা কমিউনিটি সদস্যদের মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি করেছে। এর প্রভাব এতোটাই ব্যাপক ছিল যে ভারতের সংবাদমাধ্যমগুলোও এই ঘটনার রিপোর্ট করেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভাঙচুরের নিন্দা করেছে। আমরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। আমরা স্থানীয় আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং উপাস্যস্থলগুলোর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আহ্বান জানাই, বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্যাটেল বলেন, ভাঙচুর হওয়া মন্দিরে প্রতিদিন প্রায় ১ হাজার দর্শনার্থী আসেন, এবং দীপাবলি ও মন্দির উৎসবের সময় হাজার হাজার মানুষ এখানে সমবেত হন।

শেয়ার করুন