০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ইভিএমন নিয়ে ইসির ডাকে বাসদও সাড়া দিচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
ইভিএমন নিয়ে ইসির ডাকে বাসদও সাড়া দিচ্ছে না


ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে মতবিনিময় সভায় যোগদানে বাসদ-এর অপারগতা প্রকাশ করেছে বাসদ নেতৃবৃন্দ। এব্যাপারে তাদের অপারাগতা জানিয়ে  নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।। 


বাসদ জানিয়েছেন  ইভিএম এর কারিগরী ও ভোটদান বিষয়ে ২৮ জুন ২০২২ বিকেল ৩:৩০ মি: মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের দল বাসদকে চিঠি দেয়া হয়েছিল। গত ২১ জুন বাসদ অফিসে সেই চিঠি পোঁছায়। কিন্তু নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত ২০১৭ সালের ৫ অক্টোবর ও ২০১১ সালের ২৭ জুন তারিখে তৎকালীন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে লিখিতভাবে এবং মৌখিকভাবে বেশ কিছু প্রস্তাব বাসদের পক্ষ থেকে দেয়া হয়েছিল। কমিশন বাসদের প্রস্তাব ও মতামত মনযোগ দিয়ে শুনেছিলেন এবং বাস্তবায়নের জন্য বিবেচনার আস্বাসও দিয়েছিলেন।

পরবর্তীতে কোন কিছুই বাস্তবায়ন করতে দেখা যায়নি। কিন্তু কেন কোন কারণে আমাদের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি তা আমাদেরকে জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও কমিশন দেখায় নি। আমাদের দল মনে করে নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনী পরিবেশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা অর্জন ছাড়া যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব না তা দেশের জনগণ গত ১১টি নির্বাচনে প্রত্যক্ষ করেছে। বর্তমান কমিশনও যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ভ‚মিকা রাখতে পারবেনা তার কিছু লক্ষণ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে লক্ষ্য করা গেছে।

আমরা মনে করি বিগত ২০১৭ ও ২০১১ সালে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল তা আজও প্রাসঙ্গিক। ফলে কমিশনের সাথে মতবিনিময় করতে গিয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করার কোন অর্থ হয়না বিধায় আমরা আগামী ২৮ জুনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করছিনা। কিন্তু বর্তমান কমিশনের বিবেচনার সুবিধার্থে পুনরায় বিগত দিনের প্রস্তাবগুলো, পত্রের সাথে কমিশনে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন