ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার কিরাত প্রতিযোগিতার ফাইনাল ও ইফতার মাহফিল। ব্যতিক্রমী এই আয়োজনে প্রশংসায় পঞ্চমুখ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। আগামী দিনে আরো ব্যাপক আয়োজনে এমন অনুষ্ঠান আয়োজনের দাবিও কমিউনিটির। গত ১৫ মার্চ এস্টোরিয়ার ভ্যারাইটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন।
বিকাল ৩টার দিকে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়। এর আগে স্বাগত বক্তব্য রাখেন টাইম টেলিভিশনের সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।
ফাইনালে দুই বিভাগ থেকে পাঁচজন করে মোট ১০ জন প্রতিযোগী অংশ নেন। আবু সুফিয়ানের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেখ ওমর ও ওস্তাদ রাহাত ইকবাল। ফাইনালের ক বিভাগে আসফিয়া আবসার আয়শা প্রথম, লিয়ান আল সাইদী দ্বিতীয় এবং আব্দুর রহমান সালেহ তৃতীয় এবং খ বিভাগে মুয়াজ ইবনে কামাল প্রথম, মাশরাফি আলম দ্বিতীয় এবং হুজাইফা খান তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে অতিথিরা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বিজয়ীদের মাঝে পুরস্কারের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, স্টেট সিনেটর ও সিটির আগামী মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী জেসিকা রামোস, মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন, নিউইয়র্ক সিটির আগামী নির্বাচনে জজ পদে প্রার্থী থমাস, ডা. ঝুন্নুন চৌধুরী, ড. রুহুল আমীন, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, মর্টগেজ ব্যাংকার জান ফাহিম, এস্টোরিয়াস্থ আল আমীন ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, খানস টিউটোরিয়ালের সিই ড. ইভান খান, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, ডা. নাহিদ খান, বাংলাদেশি আমেরিকান সোসাইটি ইউএসএর সাধারণ সম্পাদক আমিন মেহেদী, রিয়াল এস্টেট ব্যবসায়ী সেলিনা আক্তার, মূলধারার রাজনীতিক মেরী জোবায়দা, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউএসএর সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, এস্টোরিয়ার ওয়ালফেয়ার সোসাইটি ইউএসএর উপদেষ্টা হাজি আব্দুর রহমান, সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য মীর জাকির, শাহীন হাসনাত, মোহাম্মদ নূরুল হক, আবু সোলেমান, জহিরুল হক চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হায়দারসহ বিশিষ্ট ব্যক্তিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা এই কিরাত প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে ব্যাপক আকারে এমন অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
এবারের ক্বিরাত প্রতিযোগিতায় নতুন প্রজন্মের ৬৪ জন শিশু-কিশোর-কিশোরী প্রথম পর্বে অংশ নেয়। পরে দ্বিতীয় পর্বে উত্তীর্ন ৪৫ জন প্রতিযোগির মধ্য থেকে ১০ জন চুড়ান্ত পর্বে অংশ নেয়। আমেরিকার মিশ্র সাংস্কৃতিক পরিমন্ডলে মুসলিম কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে পবিত্র আল কোরআনের কিরাত প্রতিযোগিতা ভূমিকা রাখবে- এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ইফতার পূর্ব বিশেষ মুনাজাত পরিচালনা করেন মওলানা রশীদ আহমদ। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।