বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে গত ১৭ মে হাজারো মানুষের ঢল নামে জ্যামাইকা, কুইন্স পিএস ১৩১ অ্যাবিগেল অ্যাডামস এলিমেন্টারি স্কুলের অডিটোরিয়ামে।
হ্যালো ২৪ ইউএসএ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বৃহৎ পরিসরে আয়োজন করেছে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩২। নিউইয়র্কের জ্যামাইকায় এলিমেন্টারি স্কুলের সুবৃহৎ ক্যাফেটেরিয়ায় সর্বমোট ২২টি স্টলে সুসজ্জিত হয় বৈশাখী মেলা ১৪৩২, স্টলজুড়ে সাজানো ছিল মহিলাদের সালোয়ার কমিজ, শাড়ি, গহনাসহ পুরুষদের পাঞ্জাবি, টিশার্ট, রকমারি পিঠা ও সুস্বাদু খাবারের আয়োজন। সন্ধ্যা ৭টায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এলিমেন্টারি স্কুলের বিশাল অডিটোরিয়াম, এক জমকালো বর্ষবরণ সন্ধ্যা যার প্রথম পর্বে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় শিশু-কিশোরদের নাচ-গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল ও অভিনেতা তানভীরের উপস্থাপনায়, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, শাহ মাহবুব, নিপা জামান, চন্দন চৌধুরী, ক্লোজআপ তারকা আরিফ, সজীব ও মরিয়ম মারিয়া সংগীত পরিবেশন করেন। এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবীব।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল স্টেট ব্যবসায়ী শরাফ সরকার, শাহ কোরায়েশী, রিনা সাহা, খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী মোহাম্মদ খলিলুর রহমান, হ্যালো ২৪ ইউএসএর চেয়ারম্যান ও সিইও মাহামুদুল আলম, নবযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন সাগর, টিবিএন ২৪-এর ভাইস প্রেসিডেন্ট এ এফ মিজবাহউজ্জামান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সারিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩২ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া, যিনি একাধারে সংগীতের পাশাপশি জ্যামাইকা হিলসাইডে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষয়ত্রী।