০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:৫৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলা সিডিপ্যাপ-শেখর ও এলেমহার্স্ট হাসপাতালের ইন্টাপেইথ ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
বাংলা সিডিপ্যাপ-শেখর ও এলেমহার্স্ট হাসপাতালের ইন্টাপেইথ ইফতার বক্তব্য রাখছেন ড. আবু জাফর মাহমুদ


বাংলা সিডিপ্যাপ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও এলমার্স্ট হসপিটালের ইনক্লুসিভ ইফতার আয়োজন ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পবিত্র রমজানের অসামান্য শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সব ধর্মবর্ণনির্বিশেষে সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ইনক্লুসিভ ইফতার ২০২৫ ।

এই আন্ত:ধর্মীয় বা ইন্টার ফেইথ ইফতার আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন কুইন্স কাউন্টি কমিটির সদস্য ও বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ স্যার ড. আবু জাফর মাহমুদ ও কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান এবং এলমহার্স্ট হাসপাতাল গত ২০ মার্চ জ্যাকসন হাইটসের পিএস ৬৯ ক্যাফেটেরিয়ায় সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮ পর্যন্ত চলা এই ইফতার আয়োজনে বাংলাদেশিরা তো বটেই অংশ নেন নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আসা স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয়, রোমানীয়সহ অ্যাথনিক কমিউনিটির প্রগতিশীল বিশাল ৬টি বিশাল সাংগঠনিক শক্তির প্রতিনিধি ও নেতৃবৃন্দ। একই সঙ্গে বিশেষ ইনক্লুসিভ এ ইফতার অনুষ্ঠানে অংশ নেন প্রায়ই ১৫ জন সিটি কাউন্সিল এবং অ্যাসেম্বলি মেম্বার। উপস্থিত ছিলেন এলজি বিডি কমিউনিটির প্রতিনিধিরা। এ সময়, ৭ জন স্টেট সিনেট এবং অ্যাসেম্বলিম্যান অলবেনিতে বাজেট এবং সিডিপ্যাপ সম্পর্কিত দরকষাকষির সমাধানে ব্যস্ত থাকায় যথাসময়ে জ্যাকসন হাইটসে পৌঁছাতে পারেনি।

প্রায় দুই শতাধিক নারী-পুরুষের আন্তঃধর্মীয় এ ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত সৃষ্টিকারী মূল প্রকাশশক্তি ছিল বাংলা সিডিপ্যাপের রোজাদার সদস্য এবং স্পেনিশ সদস্যরা। বাংলা সিডিপ্যাপের রোজাদার কর্মী এ স্প্যানিশ কর্মীরা অনুষ্ঠানে আগত বিভিন্ন জাতি গোষ্ঠী, এথনিক কমিউনিউটির মানুষদের সঙ্গে ভাব বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে রোজাদারদের জন্য দোয়া পড়ান বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত ইমাম আব্দুস সাদেক।

এ সময় ইন্টারফেইথ ইফতার আয়োজনকে সব জাতিগোষ্ঠীর পারস্পরিক ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত উল্লেখ করে স্যার ডক্টর আবু জাফর মাহমুদ বলেন, এখানে পবিত্র রমজানের ইফতার অনুষ্ঠানে যে পারস্পরিক বন্ধন ও যোগাযোগ গড়ে উঠলো তা গোটা কমিউনিটির জন্য অনেক বড় অর্জন। তিনি বলেন, আজকে এই আন্তঃধর্মীয় এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠী আমাদের শক্তি ও একাত্মতা দেখেছে। একই সঙ্গে তাদের সঙ্গে যে বাংলাদেশিদের মেলবন্ধন তা-ও প্রকাশ্যে এসেছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ইফতার আয়োজনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির জন্য তিনি আগতদের ধন্যবাদ জানান। বলেন, বাংলাদেশিদের বিশ্বব্যাপী যে একাত্ম মনোভাব তা বলে দেয় এ জাতি কখনো দুর্বল হওয়ার নয়।

জ্যাকসন হাইটস এলাকার কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানকে বাংলাদেশিদের ভাই উল্লেখ করে ড. আবু জাফর আরো বলেন, শুরু থেকে তাকে আমরা সমর্থন দিয়েছি একই সঙ্গে তিনিও সব সময় আমাদের পাশে আছেন। বলেন, নিউইয়র্কের শাসনব্যবস্থায় বাংলাদেশিরা যাদের যাদের সমর্থন দিয়েছে তারা এখন নেতৃত্বে। আমরা এখন যে ধর্মবর্ণ ও গোষ্ঠী বিবেচনায় এখন দলবদ্ধ আছি, সামনের দিকেও সেভাবে এগিয়ে যাবে এখানকার প্রবাসীরা। কোনো শক্তি বাংলাদেশিদের দমাতে বা পিছিয়ে নিতে পারবে না উল্লেখ করে এ সময় সবাইকে এক হয়ে চলার আহ্বান জানান আবু জাফর। বলেন, গণমাধ্যমকেও এখানে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কোনটা সত্যি, কোনটা মিথ্যা সেটি জানার বিষয়ে।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, এই ইনক্লুসিভ ইফতার এলে জ্যাকসন হাইটস ও এলেমহার্স্টে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে হারমনি, বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটি প্রতিফলন ঘটায়। এটি বিশ্বের মধ্যে অন্যতম এলাকা যেখানে এক সঙ্গে বহু জাতিগোষ্ঠী ও সত্তা বছরের পর বছর বসবাস করছে বলেও জানান তিনি।

এ সময় নিউইয়র্ক তথা জ্যাকসন হাইটস ও এলেমহার্স্ট এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের বহুমুখী অবদানের কথা তুলে ধরেন শেখর কৃষ্ণান। বিশেষ করে তিনি এলেমহার্স্ট হসপিটালের বিরতিহীন স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে ধরে এর সব ডাক্তার, সেবাকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি মানবিক সেবায় অনন্য অবদান রেখে যাওয়ার জন্য ধন্যবাদ জানান হোম কেয়ার সেবার সৃজনশীল কর্মবীর আবু জাফর মাহমুদের প্রতি। 

ইফতার এ অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীকে পবিত্র রমজানের জন্য শুভকামনা জানান নিউইয়র্ক স্টেটের অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস রোহাস। আনুষ্ঠিকভাবে ধন্যবাদ দেন ইনক্লুসিভ ইফতার আয়োজকদের।

এদিকে মহতী এ আয়োজনে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ২৫-এর সাবেক সিটি কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রম, ডিস্ট্রিক ২৩-এর কাউন্সিল মেম্বার লিন্ডা লি, ডিস্ট্রিক্ট ২০ এর সিটি কাউন্সিল মেম্বার সিন্ড্রা উং, ডিস্ট্রিক্ট ৩৭-এর অ্যাসেম্বলি মেম্বার ক্লেয়ার ভালডেইজ। এছাড়াও বিভিন্ন ধর্ম, মত ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন