১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০৪:২৩:৫০ পূর্বাহ্ন


তুষার ঝড় সত্ত্বেও কুইনস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ঈদ উদযাপন
কানাডা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৫
তুষার ঝড় সত্ত্বেও কুইনস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ঈদ উদযাপন ঈদ উদযাপনে অংশগ্রহণকারীরা


অন্টারিও প্রদেশের কিংস্টন শহরে গত ৩০ মার্চ বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ও কমিউনিটি সদস্যরা অভ্যন্তরীণ ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করেন। 

কলোরাড সৃষ্ট নিম্নচাপ প্রবাহিত হওয়ার কারণে, ইতিপূর্বে আবহাওয়া দফতর দক্ষিণ-পূর্ব অন্টারিওব্যাপী তুষারপাত, ফ্রিজিইং রেইন ও ভূপৃষ্ঠে বরফের স্তূপ জমতে পারে বলে সতর্কতা জারি করে। ফলে, এতদ্ অঞ্চলে সারা রাতব্যাপী ফ্রিজিইং রেইন এর প্রভাবে ভূপৃষ্ঠ উপরিতল ছিল বরফ আচ্ছাদিত। তাপমাত্রা হিমাংকের নিচে দ্রুত পতনের ফলে, রাত হতেই কিংস্টন শহরে যানচলাচল সীমিত হয়ে পড়ে, পথ হয়ে উঠে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। শহরে বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ছিল বিচ্ছিন্ন। তুষার ঝড়ে বৃক্ষ-কাণ্ড উৎপাটিত হওয়ায়, রাস্তা কোথাও কোথাও ছিল বদ্ধ। 

এরপরও ভোর থেকে অনেকেই ঈদের জামাতে অংশগ্রহণ করেন। কিংস্টন ইসলামিক সেন্টার ও ইউনিভার্সিটির জিম সেন্টারে একাধিক ঈদের জামাতের সুবিধা থাকায় অনেকেই পরবর্তী জামাতে অংশগ্রহণ করেন। কিংস্টন ইসলামিক সেন্টারে মূল খতিব ছিলেন আবু বকর। এছাড়া ইউনিভারসিটি জিম সেন্টারে জামাতে ইমামতি করেন সহযোগী চ্যাপলিন আবদুল্লাহ এল আসমার। উভয় স্থানে শতাধিক বাংলাদেশি সদস্য ঈদের নামাজে অংশগ্রহণ করেন এবং কমিউনিটিভিত্তিক চ্যারিটিতে অনুদান প্রদান করেন।

দিনটি রোববার সাপ্তাহিক ছুটি থাকায়, বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ অপরাহ্ন থেকে এমহাস্তভিউ কমিউনিটি সেন্টারে মিলিত হন, আলিঙ্গন ও সৌহার্দ্য বিনিময় করেন। ঈদের রাতে, এ মিলনমেলায় পরিবারের সব সদস্য দেশীয় সংস্কৃতি আদান-প্রদান ও ভাববিনিময় করেন। উপস্থিত শিশু-কিশোর, যুব-প্রবীণদের কলরবে ক্রমে এ অনুষ্ঠানটি হয়ে উঠে যেন একটি ‘মিনি বাংলাদেশ’! দেশীয় খাবার ও মিষ্টান্ন পরিবেশনের মাধ্যমে এ আনন্দ অনুষ্ঠান সমাপন করা হয়।

শেয়ার করুন