১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৩:৪৬:১৬ পূর্বাহ্ন


বাকির আজাদ ও শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৫
বাকির আজাদ ও শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া দোয়া মাহফিলের একাংশ


বাকির আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ২১ এপ্রিল জ‍্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোজাম্মেল হক। 

এ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল কমিউনিটির বিশিষ্ট পরিচিতি মুখ, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আজাদ বাকিরের বিদেহি আত্মার মাগফিরাত কামনায়। 

একই সঙ্গে এই দোয়া মাহফিলে দোয়া করা হয় সদ্য প্রয়াত (গত ১৮ এপ্রিল বাংলাদেশে নিজবাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন) যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম ম.ই.শাহিন এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি মরহুম আবদুল খালেক খায়েরসহ যারা দেশে ও পরবাসে মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে।

বিশেষভাবে আরো দোয়া করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। 

এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম মজনু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম এ রেজা, সাবেক যুগ্ম সম্পাদক ছৈয়দুল হক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সদস্য শাহাদত হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, সদস‍্য সোয়েব আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক অর্থ সম্পাদক নওশাদ হোসেন, কুমিল্লা সমিতির যুক্তরাষ্ট্রের সভাপতি বদরুল হক আজাদ, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের উপদেষ্টা নুরুল হাসান, মো. রফিকুল ইসলাম, সভাপতি ওয়াসিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মোস্তাক আহমেদ, বিএনপির নেতা ইউসুফ আলীসহ অনেকেই। 

দোয়া মাহফিলের শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় এবং ‘বাকির আজাদ স্মৃতি পরিষদ’ ইউএসএ পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন