৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:০৭:০৭ অপরাহ্ন


বিলাল চৌধুরীর মা ছায়েরা খানম চৌধুরীর মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
বিলাল চৌধুরীর মা ছায়েরা খানম চৌধুরীর মৃত্যু বক্তব্য রাখছেন বিলাল চৌধুরী


কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী ও সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল চৌধুরীর মাতা ছায়েরা খানম চৌধুরী বার্ধক্যজনিক কারণে গত ১৪ মে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। যদিও তার স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে আগেই মৃত্যুবরণ করেছেন।

মরহুমার বড় ছেলে বিলাল চৌধুরী জানান, তার মা (ছায়েরা খানম চৌধুরী) ব্রঙ্কসে তার ভাই ইফজাল চৌধুরীর বাসায় থাকা অবস্থায় অসুস্থ্যবোধ করলে তাকে ব্রঙ্কসের মন্টিফোর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার উন্নতি হলে রিকভারির জন্য তাকে ব্রঙ্কসে একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই তিনি গত ১৪ মে ভোর ৬টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছায়েরা খানম চৌধুরীর নামাজে জানাজা গত ১৫ মে বাদ জোহর ব্রঙ্কসের নর্থ ব্রঙ্কস জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল আজম আল আজহারী। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার বড় ছেলে বিলাল চৌধুরী, ছোট ছেলে ইফজাল চৌধুরী। তার তাদের মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজায় বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। যার মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জালালাবাদ অ্যাসোসিয়েশেনের দুই অংশের সভাপতি বদরুল হোসেন খান, মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকন হাকিম, আসাদুল গনি আসাদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে. মোল্লা সানি, মিডিয়া ব্যক্তিত্ব এএফ মিসবাহ উজ্জামান, কমিউনিটি অ্যাকটিভিস্ট এবাদ চৌধুরী, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, ডিরেক্টর মইনুজ্জামান চৌধুরী, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, ফয়েজ চৌধুরী, আব্দুর রহিম, আতিকুল হক জাকির, আব্দুর রহিম বাদশা, সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, জামাল হোসেন, দরুদ মিয়া রনেল, মোহাম্মদ জাফর, মনজুর চৌধুরী জগলু, ওমেল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ সোহেল, আনোয়ার হোসেন, মোহাম্মদ আজাদ, জাহাঙ্গীর হাসাইন, শরিফ খালিশদার, শরিফ লস্কর, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শাহীন কামালী, ফারুক আহমেদ প্রমুখ।

নামাজে জানাজা শেষে মরহুমাকে নিউজার্সির টটোয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের করবস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুমার দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জে রসুলপুর গ্রামে। মরহুমার দুই ছেলে বিলাল চৌধুরী ও ইফজাল চৌধুরী তাদের মায়ের রুহের মাগফিরাত কামনা করে সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বেলাল চৌধুরীর মাতৃবিয়োগে

বিএনপির শোক প্রকাশ

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী বেলাল চৌধুরীর মমতাময়ী মা সায়রা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সিনিয়ার সহ-সভাপত কাজী আমিনুল ইসলাম স্বপন, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন চৌধুরী, বিএনপি, নেতা এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুল রহিম, শরিফুল হক খালিশদার, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, লিয়াকত আলী, শাহ কামাল উদ্দিন, মোহাম্মদ আলী রাজা ওআনোয়ারুল আলম ভূইয়া ।

সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন