নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ২০-আর২-এর ২০২৫-২০২৬ সালের জন্য সম্মানজনক ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়ে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছেন। এই গৌরবময় অর্জনের পর গত ২২ মে বৃহস্পতিবার জ্যাকসন হাইটস-এর ’বারী টাওয়ারে’ এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয় কেবল আসেফ বারী টুটুলের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য এক বিশাল প্রাপ্তি এবং আন্তর্জাতিক সেবা সংগঠনের মঞ্চে তাদের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের মতো একটি বিশ্বব্যাপী সুপরিচিত সেবা সংগঠনের ডিস্ট্রিক্ট গভর্নর পদে একজন বাংলাদেশি আমেরিকানের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে বাংলাদেশি কমিউনিটি শুধু আমেরিকায় তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানই সুদৃঢ় করছে না, বরং মূলধারার সেবা ও নেতৃত্বের জগতেও তাদের অবদান রাখছে। আসেফ বারী টুটুলের এই নির্বাচন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর২ এর প্রায় ২০০ ক্লাবের কয়েক হাজার লায়ন সদস্যের আস্থা ও সমর্থনের প্রতীক। এটি বিশেষত উল্লেখ্য যে, এই ডিস্ট্রিক্টটি নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, কুইন্স এবং ম্যানহাটনের পাশাপাশি লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টির অন্তর্ভুক্ত।
বারী টাওয়ারে অনুষ্ঠিত আনন্দঘন বিজয় পার্টিতে উপচে পড়া ভিড় ছিল কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, লায়ন্স নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের। বারী গ্রুপের চেয়ারম্যান লায়ন মুনমুন হাসিনা বারী, তাঁদের তিন সন্তান মাহি বারী, আদি বারী এবং সাবা বারী উপস্থিত সকলকে স্বাগত জানান। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি (ইলেক্ট) ডিস্ট্রিক্ট ২০ আর ২ আহসান হাবিবের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর আসেফ বারী টুটুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাদাদি সাই ও আমাদো সাই, লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর নির্বাচিত ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথ (ইলেক্ট), নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এড. মতিউর রহমান ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট লায়ন আতাউর রহমান সেলিম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আতোয়ারুল আলম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা নুর ইসলাম বর্ষণ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল পাশা, অর্থকণ্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের সম্পাদক এনামুল হক এনাম, বাটারফ্লাই সিনিয়র ডে কেয়ারের ডাইরেক্টর জাবের চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী আনেয়ারুল হক, জেবিবিএর প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, জেবিবিএর প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, জেবিবিএর সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকি আলিয়ান ও ক্লাব সেক্রেটারী লায়ন এএফএম রাসেল, এম্পায়ার হোম কেয়ার এর লায়ন নুরুল আজিম, লায়ন এম এস আলম, লায়ন রুহুল আমিন, লায়ন হাসান জিলানী, লায়ন এফইএমডি রকি, লায়ন রুহুল আমিন, লায়ন হাবিব, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আবদুন নুর বারো ভুইয়া, বগুড়া সমিতির সভাপতি লায়ন মহব্বত আকন্দ, লায়ন্স ক্লাবের সহ সভাপতি লায়ন মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ নোমান পলাশ, রূপসী বাংলা টিভির প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, জালালাবাদ এসাসিয়েশানের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী, লায়ন টনি, জমজম ট্রাভেলস এর কর্ণধার তৌহিদুল ইসলাম মুন্না, বিশিষ্ট সমাজ সেবক আহসান হাবিবসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রঙ্কস লায়ন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সাইফুল ইসলাম।
আসেফ বারী টুটুল তার শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষ করে লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের সহযোগিতা ছাড়া এই পদে নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। তাঁর বক্তব্যে তিনি বলেন, এই দায়িত্ব শুধু সম্মানের নয়, বরং এটি আমার জন্য একটি প্রতিশ্রুতি, মানবসেবায় নিজেকে আরও বেশি নিবেদিত করার। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর বিশ্বব্যাপী মানবসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর সিনিয়র নেতৃবৃন্দ ও বক্তারা আসেফ বারী টুটুলকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অলাভজনক সেবামূলক সংস্থা, যা ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের ১৯৫টিরও বেশি দেশ ও ভৌগোলিক অঞ্চলে সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর সদস্যরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, ক্ষুধা নিবারণ, যুব উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আসেফ বারী টুটুলের নেতৃত্বে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২-এর লায়ন্স ক্লাবগুলি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আসেফ বারী টুটুলের ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) হিসেবে নির্বাচন কেবল একটি পদপ্রাপ্তি নয়, এটি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য মূলধারার নেতৃত্বের দুয়ার খুলে দিয়েছে। তার নেতৃত্বে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর ২ মানবসেবায় নতুন উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করবে বলে আশা করা যায়। এই অর্জন কমিউনিটির তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তাদের মধ্যে সেবামূলক কাজে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করবে। ভবিষ্যতে আসেফ বারী টুটুলের মতো আরও বাংলাদেশি আমেরিকানরা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব পদে আসীন হবেন, যা বাংলাদেশের সম্মান ও মর্যাদা বিশ্বজুড়ে আরও বৃদ্ধি করবে। তাঁর এই বিজয় নিঃসন্দেহে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য এক নতুন দিগন্তের সূচনা করল।