১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


১৯৯৮ সনে ঢাকার পর এবার লর্ডসে সাফল্য দেখালো প্রোটিয়া
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে দ.আফ্রিকা চ্যাম্পিয়ন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২৫
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে দ.আফ্রিকা চ্যাম্পিয়ন লর্ডসে জয়ের পর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা/ছবি সংগৃহীত


দীর্ঘদিনের শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘুচলো দক্ষিন আফ্রিকার। সেই ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপের (এখনকার চ্যাম্পিয়ন্স ট্রফি) প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনো বৈশ্বিক ট্রফি জিততে পারল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সে টুর্নামেন্ট হয়েছিল ঢাকায়। 


আইসিসি টেষ্ট চ্যাম্পিয়নশীপের অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিন আফ্রিকা। দীর্ঘ প্রচেষ্টার পর ক্রিকেটে একটা বড় সফলতা পেল দলটি লর্ডসে অনুষ্টিত ফাইনালে। এ ম্যাচে অস্ট্রেলিয়াকে পাচ উইকেটে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করেছে। 

ফাস্টবোলারদের স্বর্গরাজ্যে শেষ মুহুর্তে প্রোটিয়া ব্যাটসম্যান আইডেন মার্করামের অসাধারন সেঞ্চুরীতে এ সফলতা লাভ করে দলটি। অথচ ম্যাচের প্রথম তিন ইনিংসে ছিল ফাষ্ট বোলাদর দুর্দান্ত বোলিং। ব্যাটসম্যানরা দাড়াতেই পারেনি। 
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২১২ রান করার পর দক্ষিন আফ্রিকা প্যাট কামিন্স, স্টার্কদের সামনে মাথা নত করে অল আউট হয় ১৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে অসিরা  আবারও কাগিসো রাবাদাদের বোলিংয়ের মুখে পরলেও শেষ পর্যন্ত ২৮২ রানের এক জয়ের টার্গেট দিয়ে ইনিংস শেষ করে। যেখানে তারা দ্বিতীয় ইনিংসে করেছিল ২০৭ রান। 


ব্যাটিংয়ে জয়ের নায়ক প্রোটিয়া ব্যাটসম্যান মার্করাম/ছবি সংগৃহীত 


এরপর শেষ ইনিংসে ব্যর্থতা ঝেড়ে দাড়িয়ে যায় প্রোটিয়া। বিশেষ করে মার্করাম ও ভাবুমা উইকেটে অজিদের শত প্রচেষ্টা ব্যর্থ করে এগিয়ে যেতে থাকেন। ১৪৭ রানের পার্টনারশীপ খেলে ৬৬ রান করে  অধিনায়ক বাভুমা আউট হলেও মার্করাম জয়ের কাছাকাছি এসে ১৩৬ রান করে আউট হন। এরপর সহজেই জিতে যায় দক্ষিন আফ্রিকা চতুর্থ দিনের মাঝামাঝি সময়ে। অর্থাৎ সাড়ে তিনদিনেই শেষ এ টেষ্ট। মার্করাম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। 


শেয়ার করুন