০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৩:০১:৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


মতবিনিময় সভায় তৈমূর আলম খন্দকার
দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৫
দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি বক্তব্য রাখছেন তৈমূর আলম খন্দকার


নারায়ণগঞ্জ জেলার কৃতীসন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, রাজনীতিতে সব সময় গণমানুষের সঙ্গেই থাকবো। মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাবো। তিনি আরো বলেন, রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছি অনেকবার। আবার রাজনৈতিক দল থেকে কষ্টও পেয়েছি। কখনো ভুল করেছি, তবে রাজনীতি করে অবৈধ অর্থ সম্পদের মালিক হইনি। এখন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি। আমি কিন্তু দেশের বাইরে বিনা বাধায় আসতে পেরেছি। আগামী দিনে সৎ থেকে সততার রাজনীতিতেই থাকবো। 

তিনি ৬ জুলাই রাতে নিউইয়র্কে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। নিউইয়র্ক শহরের জ্যামাইকা এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করেছিল প্রবাসী নারায়ণগঞ্জবাসী। 

এ সভায় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মধ্যে বক্তব্য রাখেন কাজী আজারুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, অনুষ্ঠানের আয়োজক শামছুল আলম লিটন ও নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।‌

অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।

শেয়ার করুন