০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আ. লীগের সৃষ্ট ভোটকেন্দ্র বাতিলের দাবি রিজভীর
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
আ. লীগের সৃষ্ট ভোটকেন্দ্র বাতিলের দাবি রিজভীর রুহুল কবির রিজভী


আওয়ামী লীগের আমলে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছিলো তা বাতিলের দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। গত ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের কাছে এই দাবি তুলে ধরেন।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে যেসব ভোটকেন্দ্র করা হয়েছে সেই ভোটকেন্দ্রগুলো বাতিল করতে হবে এবং জনসংখ্যার বিন্যাস দেখে নির্বাচন কমিশন নতুন করে ভোট কেন্দ্র ঘোষণা করবে এই আমাদের প্রত্যাশ, এই আমাদের দাবি। কারণ ফ্যাসিবাদের আমলে ভোট কেন্দ্রগুলো করা হতো রাজনৈতিক উদ্দেশ্যে বিবেচনায়। বিগত সময়ে যে তিনটা নির্বাচন হয়েছে- একটা হয়েছে ভোটার শূণ্য নির্বাচন, একটা হয়েছে মধ্যরাতের নির্বাচন আর সর্বশেষটা হয়েছে ডামি নির্বাচন- এই সমস্ত নির্বাচন মানুষ ভুলে যায়নি। রিজভী বলেন, ওইসব নির্বাচন এখন জনগণ ভুলবে যদি এই নির্বাচন কমিশন ও অন্তবর্তীকালীন সরকার একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ফ্ব্রেুয়ারিতে করে।

জনগণের যে দাবি, গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো যে দাবি সেই দাবি পুরণ করে তারা (নির্বাচন কমিশন) যদি পদক্ষেপ গ্রহণ করলেই তাহলে আমি মনে করি, ভোটারদের মধ্যে আস্থা আসবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারবে। প্রায় ১৬/১৭ বছর পরে বাংলাদেশের ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপত্তায় ভোটকেন্দ্র যেতে পারবে সেই ব্যবস্থা ও সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে সংগঠনটির সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতা-কর্মৗদের নিয়ে রিজভী শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন এবং দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

‘ডাকসু নির্বাচন: ছাত্র দলকে রুখতে মব তৈরি করা হচ্ছে ’

রিজভী বলেন, এই ডাকসু নির্বাচন সেখানে যাতে ছাত্র দল মনোনয়নপত্র কিনতে পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে সেখানে মব সৃষ্টি করা হলো। আজকে ড. মুহাম্মদ ইউনুস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেনো হবে? কেনো এই মব হবে মহল্লায় মহল্লায়, কেনো হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়। আজকে আইন বর্হিভূতভাবে সেখানে মব সংস্কৃতি তৈরি হচ্ছে। উৎশৃঙ্খল জনতা তারা কেনো নিজের হাতে আইন তুলে নিবে। তিনি বলেন, এর কারণে আইন ঠিক মতো চলছে না। যার কারণে বেআইনি কর্মকান্ড হচ্ছে। মানুষের জীবন বিপন্ন হচ্ছে, রংপুরের তারাগঞ্জে দুই জন এই মব সংস্কৃতির শিকার হয়েছে। এরকম পরিস্থিতি তো আমরা কামনা করতে পারি না অন্তবর্তীকালীন সরকারের কাছ থেকে।”

‘ঋণখেলাপীদের কেনো নাবায়ণের সুযোগ দেয়া হচ্ছে’

রিজভী বলেন, বিগত সময়ে শেখ হাসিনার আমলে ব্যাংকগুলোতে যারা ঋণ খেলাপী হয়েছে সেই ঋণ খেলাপী সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকার ঋণখেলাপৗদের রিসিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা হচ্ছে। আবার এই সরকারের আমলেও প্রায় দেড় লক্ষ ঋণখেলাপীর ঋণ নবায়ন করা হয়েছে। জনগণ কী এটা প্রত্যাশা করে? এই সরকার তাদের দৃঢ় পদক্ষেপ নিয়ে যারা ঋণ খেলাপী, যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা যারা লুট করে পাচার করেছে তারাই হয়েছে ঋণ খেলাপী। যারা ঋণ খেলাপী তারা সেই টাকা পরিশোধ করেনি, আবার দেড় লক্ষ কোটি টাকা নতুন করে কেনো রিসিডিউল করা হয়েছে, কেনো নবায়ন করা হয়েছে?

‘ব্যাংক লুণ্ঠনকারীদের গ্রেফতার দাবি’

রিজভী বলেন, মহিউদ্দিন খানের মতো দুর্বৃত্ত মানুষ যারা ফারমার্স ব্যাংক করে কোটি কোটি টাকা লুট করেছে, নাফিজ সরাফতের মতো দুর্বৃত্ত মানুষ যারা পদ্মা ব্যাংক করে পুরো টাকা লুট করেছে সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। যারা জনগণের টাকা লুট করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন। কিন্তু জনগণের লুট করা টাকা যাতে ফেরত আসে এটাও ব্যবস্থা নিন।

শেয়ার করুন