০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৪৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


প্রবাসীরাও এবার ভোট দেবেন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৫
প্রবাসীরাও এবার ভোট দেবেন প্রতীকী ছবি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হলেও এবার তা বাস্তবায়নের পথে এগুচ্ছে কমিশন।

গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসি সচিব এ তথ্য জানান। তিনি বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য দুটি ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো- প্রবাসে অবস্থানরত এনআইডিধারী বাংলাদেশিদের অনলাইন নিবন্ধনের মাধ্যমে ভোটের সুযোগ দেওয়া। আরেকটি হলো দেশের অভ্যন্তরে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারবেন না- যেমন নির্বাচন কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারি কিংবা আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালু করা। এর জন্য একটি বিশেষ অ্যাপ বা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।’

আখতার আহমেদ বলেন, ‘এই প্ল্যাটফর্মের কাজ এখনো চলমান। কারিগরি বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমরা নিয়মিতভাবে মিডিয়ার মাধ্যমে আপডেট জানাবো। আমাদের বিশ্বাস, ইনশাআল্লাহ, এবার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন কখন শুরু হবে বা কতদিন পর্যন্ত চলবে-এসব টেকনিক্যাল বিষয় এখনো চূড়ান্ত হয়নি। ট্রায়াল, টেস্টিং ও অভিজ্ঞতার আলোকে আমরা সময়সূচি নির্ধারণ করবো এবং যথাসময়ে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে।’ তিনি জানান, প্রবাসী ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের একটি বড় অংশই ভোটার। তাদের ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়া হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিগত কাঠামো ও প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত হলে প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া স্বচ্ছ, সহজ ও নিরাপদ হবে।

শেয়ার করুন