২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০২:১৫:৩৪ অপরাহ্ন


কী আলোচনা কামাল হাসের বৈঠকে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২৩
কী আলোচনা কামাল হাসের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠক


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের একটি সাক্ষাৎকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অনাকাক্সিক্ষত কথাবার্তার অবতারণা ঘটেছে। দুই পক্ষই তাদের বক্তব্য পরিষ্কার করলেও বাস্তবতা ঠাহর করা যাচ্ছে না। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার লগ্নে এসব বক্তব্য পাল্টা বক্তব্যের কালচারের অর্থ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচিত হচ্ছে। 

ঘটনার সূত্রপাত 

গত ২২ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুই পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে। কিন্তু এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও তার জবাবে পাল্টা মার্কিন রাষ্ট্রদূতের বিবৃতি এবং আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে ব্যাখ্যা জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। 

পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত 

স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ শেষে পিটার হাস অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘শান্তিপূর্ণভাবে যাতে শারদীয় দুর্গা উৎসব হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে ব্যাপারে কথা হয়েছে। একইভাবে পূজার পর যে রাজনৈতিক কর্মসূচি হবে, সেটাও শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত হবে কি না, সে ব্যাপারেও মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী 

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সৌজন্য সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বৈঠকে পিটার হাস বললেন, বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে, সেখানে অনেক লোক নিয়ে আসবে, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেবেন কি না কিংবা আপনারা অন্য কিছু করবেন কি না। আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই। তারপরও আমরা অনুরোধ করব ঢাকা শহর এমনিতেই একটি যানজটপূর্ণ শহর। এখানে ২ কোটির বেশি মানুষ বসবাস করে। সেখানে যদি ১০ লাখ মানুষ বা এর চেয়ে বেশি লোক ঢোকে, তাহলে তো একটা মিসম্যাচ (বিশৃঙ্খলা) হয়ে যাবে, কমিউনিকেশন, এটা সেটা। সেগুলো যাতে তারা না করেন, সেটার জন্য আমরা রিকোয়েস্ট করবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তিনি (রাষ্ট্রদূত) জানতে চেয়েছিলেন ঢাকায় আসা-যাওয়া আপনারা বন্ধ করবে কি না।’ আমি বলেছি, ‘আসা-যাওয়া বন্ধ আমরা কেন করব? ঢাকায় আসা তো সবারই প্রয়োজন, একটা রোগীর ঢাকা আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন, সবকিছু তো ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। তারা (বিএনপির নেতাকর্মী) আসবে, তারা যাবে, সেখানে আমরা কোনো বাধা দেবো না কিংবা আমরা সেটার কোনো চিন্তাও করছি না। আমরা শুধু এটুকুই বলবো, তারা যাতে কোনো ভায়োলেন্সে (সহিংসতা) লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তারা যাতে সচল রাখে। এটুকুই আমাদের রিকোয়েস্ট, সেটা আমরা তাকে (রাষ্ট্রদূত) জানিয়েও দিয়েছি।’

পিটার হাসের সঙ্গে দুর্গাপূজা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি জানতে চেয়েছেন, পূজা শান্তিপূর্ণভাবে হবে কি না, সবকিছু আমরা দেখাশোনা করছি কি না। আমরা তাদের জানিয়েছি প্রতি বছরই বাংলাদেশে পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গের পূজামণ্ডপের সংখ্যার সঙ্গে যদি তুলনা করা হয়, তবে দেখা যাবে আমাদের দেশে পূজামণ্ডপের সংখ্যা বেশি। তাদের জানিয়েছি প্রতিটি মণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশের মানুষ ভায়োলেন্স পছন্দ করে না। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, এই পূজাতে কিছু হবে না বলেই আমরা বিশ্বাস করি। তারপরও যথেষ্ট সতর্ক অবস্থায় সবাই আছেন।’ 

এ সময় সাংবাদিকরা তার কাছে জানতে চান একটি দেশের রাষ্ট্রদূত হয়ে তিনি রাজনৈতিক দলের কর্মসূচির বিষয়ে সরকারকে জিজ্ঞাসা করতে পারেন কি না, এটি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কি না? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে বলেন, ‘এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম। আমার কথা হলো, তিনি আসছেন, তিনি একটি দেশের রাষ্ট্রদূত, তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না, সেটা দেখা আমার বিষয় নয়। সেটার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে।’

এমন খবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পর মার্কিন দূতাবাস থেকে বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, 

মার্কিন দূতাবাসের বিবৃতি 

২৮ অক্টোবর বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। গত ২২ অক্টোবর রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দেয় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। তিনি বলেন, বৈঠকে এমন কোনো আলোচনাই হয়নি। বিবৃতিতে ব্রায়ান শিলার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকার রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপবিহীন অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত হাস।’ 

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা

২২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩শে অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাক্ষাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, রোববার (২২শে অক্টোবর) দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

আলোচনায় রাষ্ট্রদূত উল্লিখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সৌজন্য সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে মন্ত্রী আলোচনাবহির্ভূতও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সবশেষ

মার্কিন রাষ্ট্রদূত এবারই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেমনটা দেখা করেননি। একইভাবে তিনি বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে গমন করেন, তাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে ঢাকায় পা রাখার পর থেকেই। কিন্তু এবারই প্রথম বৈঠক নিয়ে বিবৃতি, পাল্টা বিবৃতির ঘটনা ঘটলো এক ইস্যুতে। তবে দুইপক্ষের বিবৃতির পরও বিষয়টা অস্পষ্টই থেকেছে।

শেয়ার করুন