২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :


নিউ জার্সিতে নামাজরত অবস্থায় ইমামের ওপর হামলা, আতঙ্ক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৩
নিউ জার্সিতে নামাজরত অবস্থায় ইমামের ওপর হামলা, আতঙ্ক নিউ জার্সির ওমর মসজিদে পুলিশি প্রহরা


নিউ জার্সির প্যাটারসনে ‘ওমর মসজিদে’ গত ৯ এপ্রিল ফজর নামাজে সেজদারত অবস্থায় ৩২ বছরের যুবক শেরিফ জোবরা একাধিক বার পিছন থেকে ছুরি দিয়ে ইমামকে আঘাত করে। এতে ৬৫ বছর বয়স্ক ইমাম সৈয়দ আল নাকিব আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে স্থানীয় সেন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। প্রায় ২০০ মুসল্লির উপস্থিতিতে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। ওমর মসজিদের মুখপাত্র আব্দুল হামদান জানিয়েছেন, ইমাম সেজদায় যাচ্ছিলেন, এই সময় পেছনে নামাজে দাঁড়ানো এক মুসল্লি ইমামকে পর পর দুই বার চুরিকাঘাত করে। আক্রমণকারী এই মসজিদের মুসল্লিদের পরিচিত না। ইমামকে আক্রমণ করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে মুসল্লিরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকলেও পরে তাকে দরজার কাছ থেকে আটক করে এবং পুলিশ এলে তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। নগরীর মেয়র বলেন, ইমামের অবস্থা উন্নতির দিকে, তিনি এখন শঙ্কামুক্ত। আক্রমণের মোটিভ সম্পর্কে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য দেয়নি। তবে মেয়র বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। অপরাধী কারাগারে রয়েছে।

এই ঘটনায় পুরো মুসলিম কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি কমিউনিটির মসজিদগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। কয়েক জন বাংলাদেশি জানিয়েছেন, তারা এখন মসজিদে যেতে ভয় পাচ্ছেন। তারা বলেন, আমরা এতোদিন ধরে নিউ জার্সিতে বসবাস করছি। কিন্তু কখনো চিন্তা করিনি এমন ভয়ংকর ঘটনা ঘটতে পারে। খোদ মসজিদের ইমামের ওপর হামলা। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, এটা হেইট ক্রাইম। তারা সবাইকে সতর্কভাবে মসজিদে যেতে বলেছেন এবং সতর্ক থাকতে বলেছিন। যদি নগরির মেয়র বলেছেন, নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। এই ঘটনার পর প্রতিটি মসজিদের সামনে পুলিশের বিশেষ প্রহরা বসানো হয়েছে।

শেয়ার করুন