০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৫:১১:০৭ পূর্বাহ্ন


আশা হোম কেয়ারের সৌজন্যে বিমান টিকেট
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজনের দৃশ্য


সহকর্মীদের ঐক্যের মিলনে দিনব্যাপী  হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন। গত ১৫ জুলাই শনিবার হেকশেয়ার স্টেট পার্কে  আগত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্বোধন করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশন সিইও আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান স্পসর আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, চেয়ারম্যান আশা রহমান, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী,  বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম,  চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্রে কাজী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী এনামুল হক, চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্রে শাপলা ওয়েল ফেয়ার সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লা সমিতির সেক্রেটারি আল আমিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেল স্বত্তাধিকারি নজরুল ইসলাম, সেবা হোল্ডিংস ব্যবস্থাপনা পরিচালক, টিডি এস ইন্স্যুরেন্সের সিইও দেওয়ান সবুজসহ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। বনভোজনের র‍্যাফেল ড্র প্রথম পুরুষ্কার  ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকেট ভাগ্যবান বিজয়ী আশা হোম কেয়ারের এরিয়া ম্যানেজার শাহান ইসলাম, প্রথম  স্পন্সর করেন আশা হোম কেয়ার,  দ্বিতীয় পুরুষ্কার স্বর্ণের চেইন বিজয়ী নিউইয়র্ক কাগজের ব্যবস্থাপনা সম্পাদক আফরোজা ইসলাম, দ্বিতীয় স্পন্সর করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও ফাতেমা ব্রাদার্স’র পরিচালক কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার। সর্বাধিক পুরষ্কার স্পসর করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরি সদস্য সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম। স্বাগত বক্তব্য রাখেন পিকনিক প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, অতিথিদের আলোচনা সভায় সঞ্চালনা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

র‍্যাফেল ড্র ও খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন সাংবাদিক ফরিদ আলম। সভাপতির বক্তব্যে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেন, প্রবাসে বাংলা মিডিয়ার প্রথম বৃহত্তম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।  তাই কমিউনিটির কাছে আমাদের দায়বদ্ধতাও অনেক। কমিউনিটির পাশে সবই রয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। আশা হোম কেয়ারসহ আগত অতিথিদের ধন্যবাদ জানান। 

সেক্রেটারি মনোয়ারুল ইসলাম বলেন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এবং বাংলাদেশী কমিউনিটি ওতপ্রোতভাবে জড়িত।

আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির আশা আকাঙ্খার প্রতিপলনে কাজ করছে আশা হোম কেয়ার। আমাদের শ্লোগান কমিউনিটির ’পাশে সবসময়’। এই নীতিতেই এগিয়ে যাবো আমরা। 

বনভোজনে অংশগ্রহণের সুযোগ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান আকাশ রহমান ও আশা রহমান।

শেয়ার করুন