০৮ মে ২০১২, বুধবার, ০১:১৩:০৪ পূর্বাহ্ন


এরশাদের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাপার আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২৩
এরশাদের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাপার আলোচনা জাপা যুক্তরাষ্ট্র শাখার সভায় নেতৃবৃন্দ


গত ১৫ জুলাই রোজ শনিবার সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট মিলানায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী নিউইয়র্ক জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা যথাযথ সম্মানের সঙ্গে পালন করে। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, জাপার সিনিয়ার সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, মহিলা সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, প্রচার সম্পাদক মীর জাকির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, দপ্তর সম্পাদক আবদুল মোতালেব, এস্টোরিয়া সোসাইটি সভাপতি আবুল বাশার মিলন, উপদেষ্টা আজাহারুল হক খোকা, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি মনিরুল ইসলাম ও জিন্না আলম, মোহাম্মদ আলম, আবুল খায়ের, আবুল কাশেম চৌধুরী।

ঈল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ শরীফ পরিচালনা করেন নিউইয়র্ক স্টেটের জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ। উপস্থিত সকলে প্রাণ প্রিয় নেতার জীবনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকলে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান। তারা বলেন, হুমাইন মুহাম্মদ এরশাদ আমাদেরকে রেখে চীরদিনের জন্য চলে গেছেন, শুধু রেখে গেছেন তার আদর্শ, স্মৃতি, বেদনা, ও ভালোবাসা। আমরা নেতার সেই আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ, আমাদের নেতা বাংলাদেশের গরিব-মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টি গঠন করেছিলেন। আজ তিনি নেই তবে তার জন্য এখনো বাংলার মানুষ কাঁদে, তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করে। তারা আরো বলেন, বাংলাদেশের মানুষ আজ দুই নেত্রীর প্রতি আস্থা হরিয়ে ফেলেছে। এরশাদই একমাত্র বাংলাদেশের উন্নয়নের কারিগর ছিলেন। তার প্রতিটি মাস্টার প্ল্যান নিয়েই আজ দেশে বর্তমান সরকার উন্নয়ন কাজ করছে, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ দেশে ৪৬৪টি জেলায় কালভার্ট, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, স্কুল-কলেজ সরকারিকরণসহ  শিক্ষার পরিবেশ সুন্দর করে ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে কাজ করে গেছেন। আজ  পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বেঁচে থাকলে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতেন। দেশ সুন্দরভাবে পরিচালিত হতো। পরিশেষে, অনুষ্ঠনে উপস্থিত সব প্রবাসীর প্রতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জন্য দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন