১২ জানুয়ারী ২০২৫, শুক্রবার, ১১:৩০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক-এগারো সরকার গঠনের ইঙ্গিত নজিরবিহীনভাবে পরিবারের সদস্যসহ কর্মকর্তাদের ক্ষমা করে গেলেন বাইডেন অংশগ্রহণমূলক নির্বাচনে কঠোর চাপ পশ্চিমাদের বিএনপির ভাবমূর্তি নষ্টে অপপ্রচার খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না ন্যূনতম সংস্কার করে নির্বাচন দাবি বিএনপির চীনে গুরুত্বপূর্ণ সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ জার্মান চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টার বৈঠক : গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল : অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা


দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
দেশ রিপার্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পূর্ণ গ্রাস করা হলো সূর্যকে


চাঁদ, পৃথিবী ও সূর্য মিলেছে একই সরলরেখায়। চাঁদে ঢেকে যাওয়ায় পৃথিবী থেকে দেখা যাচ্ছে না সূর্য। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন উত্তর আমেরিকার বাসিন্দারা। স্থানীয় সময় গত ৮ এপ্রিল সোমবার অঞ্চলটির তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। একে ‘গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস’ও বলা হচ্ছে।

প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে, স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে। এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে।

মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে সূর্যগ্রহণ দৃষ্টিগোচর হতে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনেক স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তবে সবখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের পর কানাডায় সূর্যগ্রহণ দৃশ্যমান হওয়ার কথা। দেশটির অন্টারিও প্রদেশ থেকে সবার আগে এই সূর্যগ্রহণ দেখা যায়।

তিন দেশের যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যায়, কয়েক দিন ধরেই সেসব এলাকায় ভিড় করছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, প্রায় চার কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্বচক্ষে দেখতে বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন। বাংলাদেশী অধ্যুষিত স্টেট এবং এলাকাগুলোতে বাংলাদেশীরা সূর্যগ্রহণ দেখেছেন। সুবিধা হয়েছে যাদের সন্তান স্কুলে পড়ছে তাদের জন্য। কারণ স্কুল থেকে তাদের বাবা মায়ের জন্যও বিশেষ চশমা দেয়া হয়েছে। সেই চশমা দিয়ে তারা দেখেছেন।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে মেক্সিকোর মাজাটলান শহরে এসেছেন লরদেস কারো (৪৩)। আরও হাজারো মানুষের সঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছেন তিনি। লরদেস বলেন, ‘সর্বশেষ যখন সূর্যগ্রহণ দেখি তখন আমার বয়স ৯। আবার কবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাব জানি না। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

টিম রাস্ট নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, ‘সর্বশেষ যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় সে সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তাই প্রত্যাশা অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারিনি। তবে এবার ছিল পুরো পূর্ণগ্রাস।’

এর আগে কানাডায় এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ আগস্ট।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এ ক্ষণকে গাঁটছড়া বাঁধার জন্য বেছে নিয়েছিলেন তিন শতাধিক জুটি। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের রাসেলভিলেতে এই গণবিয়ের আয়োজন করা হয়।

শেয়ার করুন