২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :


জ্যাকসন হাইটসে শাহ নেওয়াজের ফান্ড রেইজিং
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
জ্যাকসন হাইটসে শাহ নেওয়াজের ফান্ড রেইজিং বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


শাহ নেওয়াজ জ্যাকসন হাইটস থেকেই ব্যবসা শুরু করেছিলেন। জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের সংগঠন জেবিবিএ’র সভাপতিও দায়িত্বও পালন করেছেন। এখনো সক্রিয়ভাবেই রয়েছেন। এবার তিনি মূলধারায় নির্বাচন করছেন। জ্যামাইকার ডিস্ট্রিক্ট ২৪ এ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচন করছেন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এই নির্বাচনে তার পাশে দাঁড়িয়েছেন তার ব্যবসায়ী বন্ধুরা। জ্যাকসন হাইটসের ব্যবসায়ী হারুণ ভ‚ইয়া এবং মোহাম্মদ আলম নমিসহ ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত হয় শাহ নেওয়াজের ফান্ড রেইজিং। বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মানের পরিচালনায় এই ফান্ড রেইজিং গত ২ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হারুণ ভুইয়া, গিয়াস আহমেদ, তারেক হাসান খান, মোহাম্মদ আলম নমি, বাবু খান, হাসান জিলানী, মফিজুর রহমান, ইশতিয়াক রুমি, রশিদ আহমেদ, রাব্বি সৈয়দসহ মূলধারার কয়েকজন রাজনীতিবিদ। যারা বিভিন্ন পদে নির্বাচন করছেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী রানো নেওয়াজ, মোহাম্মদ আক্তার, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন রাজূ, মোস্তফা অনিক রাজ প্রমুখ।

শাহ নেওয়াজ বলেন, আমি ঝ্যাকসন হাইটস থেকেই ব্যবসা শুরু করেছিলাম। সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের আমি সব সময় আমার পরিবার মনে করি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার কাছে খুব লাগছে আমার পরিবার আমার পাশে দাঁড়িয়েছে। তিনি আগামী ২৮ জুন তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের প্রতিনিধি আমাদের নির্বাচিত করতে হবে। আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে না পারলে কেউ আমাদের দাবি পূরণ করবে না। তিনি বলেন, আমরা এখনো অনেক পিছিয়ে। সুতরাং এখন সময় এসেছে আমাদের প্রতিনিধি নির্বাচিত করার। তিনি এই নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

গিয়াস আহমেদ বলেন, নিউইয়র্কে আমাদের কমিউনিটি এখন অনেক বড়। আমি যখন নির্বাচন করি তখন অতো বড় কমিউনিটি ছিলো না। তিনি বলেন, শাহ নেওয়াজ শুরু করেছেন, আমরা তার পাশে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো।

হারুণ ভুইয়া বলেন, নিজের প্রতিনিধি না থাকলে কোন দিন আমাদের স্বপ্ন এবং দাবি পূরণ হবে না। সুতরাং শাহ নেওয়াজকে আমাদের সবার ভোট দেয়া উচিত।

তারেক হাসান খান বলেন, শাহ নেওয়াজ আমাদের পরিবারের সদস্য। সতরাং তার পক্ষে আমাদের কাজ করতে হবে।

শেয়ার করুন