২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৮:২৭:৩৯ পূর্বাহ্ন


প্রবাসীদের ভোটার বানাতে নির্দেশ তারেক রহমানের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৫
প্রবাসীদের ভোটার বানাতে নির্দেশ তারেক রহমানের


প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৮ সেপ্টেম্বর সকালে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এ নির্দেশ দেন তিনি। 

যুক্তরাষ্ট্রে সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে তা স্পিকারে দেওয়া হয় এবং তারেক রহমানের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈদেশিক উপদেষ্টা বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মহিলা দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মমতাজ আলো, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক উক্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সদস্য সচিব বদিউল আলম, বিএনপি নেতা দেওয়ান কাউছার, জাহাঙ্গীর হোসাইন, আনোয়ার হোসেন, পারভেজ সাজ্জাদ, মনির হোসেন প্রমুখ। 


তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনসু্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না।’

তারেক রহমান আরো বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’ 

এ সময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

শেয়ার করুন