০৮ অক্টোবর ২০২৫, বুধবার, ১১:৪৬:২০ অপরাহ্ন


বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান
শাহ্‌ বদরুজ্জামান রুহেল
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সম্মাননা অনুষ্ঠান সম্মাননা গ্রহণ করেন সিদ্দিকুর রহমান সুমন


যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর ব্রুকসের একটি রেস্টুরেন্টের হলরুমে এক ব্যতিক্রমী কৃতজ্ঞতা জ্ঞাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রশাসনিক কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মাননা জানাতেই এ বিশেষ আয়োজন।

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু।

সম্মাননাপ্রাপ্তরা সংগঠনের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এ স্বীকৃতি তাদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে ও অনুপ্রেরণা জোগাবে। এভাবে ভালো কাজের স্বীকৃতি সমাজে আরো ভালো মানুষের সৃষ্টি করবে এবং কমিউনিটি বিশেষভাবে উপকৃত হবে।

সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ : আইন ও প্রশাসনিক ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট বিলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান এবং নিউইয়র্ক সিটি মেয়র অফিসের এক্সিকিউটিভ কর্মকর্তা মীর বাশার। কমিউনিটি নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন আব্দুল হাসিম হাসনু এবং আহবাব চৌধুরী খোকন।

মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে সম্মাননা পেয়েছেন সাংবাদিক শামীম আহমেদ, ফটোসাংবাদিক এমবি হোসেন (তুষার) এবং সিদ্দিকুর রহমান সুমন।

এছাড়াও কমিউনিটি অ্যাকটিভিস্ট ও রিয়েলিটর সেলিনা উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট রোকন আহমেদ এবং চৌধুরী মোমিত তানিমকে সম্মানিত করা হয়।

সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব জাফর সাদেক শাকিলকে সম্মাননা জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রাপ্তদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সংগঠনের সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মাকসুদা আহমেদ ও ফয়সল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিন, স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমি এবং কার্যকরি পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম।

সংগঠনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন ও সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ রনি, প্রচার ও গণসংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা এবং ক্রীড়া সম্পাদক শাহ ইকবাল রাজু।

অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের বিপুলসংখ্যক অতিথিবৃন্দের উপস্থিতি ঘটে। অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, হাসান আলী, ফরিদা ইয়াসমিন, সিপিএ জাকির চৌধুরী, রিয়েলেটর বিলাল চৌধুরী, তরুণ মর্গেজ ব্রোকার আকিব হোসেন, রাজনীতিবিদ ফয়েজ চৌধুরী ও শেখ জামাল হোসেন।

এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মখন মিয়া, এ ইসলাম মামুন, রেজা আব্দুল্লাহ, কবি মাসুম আহমেদ, জালাল চৌধুরী, ফারমিস আক্তার, জুবায়ের আহমেদ, আবুল খায়ের কাজল, আব্দুল মতিন, পল্লব সরকার, এবং আলিমুল ইসলাম বান্টি প্রমুখ।

শেয়ার করুন