২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন


মুক্তিযোদ্ধা দলের বিপ্লব ও সংহতি দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৫
মুক্তিযোদ্ধা দলের বিপ্লব ও সংহতি দিবস পালন যুক্তরাষ্ট্র জাসাসের সভায় বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবরউদ্দিন


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়। এতে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকারের স্বার্থ সুরক্ষার দল এবং জন্ম থেকেই সেই দায়িত্ব পালন করেছে।

মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের সভাপতিত্বে এ সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম হোসেন এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান। এ সময় মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী সাখাওয়াৎ হোসেন আজম, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির শহীদ সোরওয়ার্দি, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন এবং আলী ঈমাম সিকদার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইদুর রহমান ডিউক, জামাল চৌধুরী, মাজহারুল ইসলাম জনি, শাহাদাত হোসেন রাজু, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তফা আহমেদ, ইঞ্জিনিয়ার এম এ খালেক, এডভোকেট রেজওয়ানা সেতু।

বক্তারা শহীদ জিয়ার আদর্শ লালন করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সুদূর এই প্রবাসেও অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ে একযোগে কাজ করার অঙ্গিকার করেন।

এম এ বাতিন আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং এই সময়ে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবর উদ্দিন অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন