০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৩৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের থ‍্যাংকসগিভিং ডে উদযাপিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের থ‍্যাংকসগিভিং ডে উদযাপিত থ্যাংকসগিভিং ডেতে টার্কি কাটার দৃশ্য


আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব টার্কি, চিকেন, শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন, আলোচনা সভা-গানসহ নানা আয়োজনে থ‍্যাংকসগিভিং ডে উদযাপন করেছে। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস‍্য, তাদের পরিবার-পরিজন, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা। ছোটবড় সব বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত, উপভোগ্য।

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের পরিচালনায় সবাইকে ধন‍্যবাদ জানান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। স্বাগত বক্তব্য রাখেন-সভাপতি রাশেদ আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জেবিবিএর সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ নেতা ফাহাদ সোলায়মান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, লেখক হুমায়ুন কবির ঢালী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, নিলুফা শিরিন, সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দীন ভিপি, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ফেরদৌস খান, কমিউনিটি লিডার তরিকুল ইসলাম মিঠু, তপন মোদক, ডা. বিউটি প্রমুখ।

অনুষ্ঠানকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন অভি, প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরি সদস্য লায়লা খালেদা, সদস‍্য আদিত্য শাহীন, নুরুন্নাহার নিশা খান, অনিক রাজ, অজিৎ ভৌমিক, আলমগীর কবির, সৌমিক আহমেদ।

সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আর এতে একের পর এক গানে সবাইকে বিমোহিত করেন চ‍্যানেল আই সেরাকণ্ঠ কৃষ্ণা তিথি। এছাড়াও সংগীত পরিবেশন করেন মো. হারুন।

শেয়ার করুন