০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০১:৩২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাইডেন প্রশাসনের নতুন ‘ডাকা’বিধি শর্তসাপেক্ষ চালু থাকবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২২
বাইডেন প্রশাসনের নতুন ‘ডাকা’বিধি শর্তসাপেক্ষ চালু থাকবে জো বাইডেন


গত শুক্রবার এক ফেডারেল জাজ লাখ লাখ ইমিগ্র্যান্ট, যাদের ১৬ বছর বয়স হওয়ার আগেই আমেরিকায় নিয়ে আসা হয়েছে, তাদের জন্য ডাকা (DACA) কর্মসূচি অস্থায়ীভাবে চালু রাখা যাবে বলে পুনরায় নির্দেশ দিয়েছে। তবে ডাকার জন্য নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না। 

যুক্তরাষ্ট্রের হিউস্টনের ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড্রু হানেন গত বছর বিধি জারি করেন যে, ডাকা কর্মসূচি অবৈধ। তিনিই নতুন করে বলেছেন যে, গত মাসে যে ডাকা নতুন বিধি অনুসারে বিভিন্ন শর্তসাপেক্ষ চালু রাখার কথা বলা হয়েছে, সে প্রেক্ষিতে তা সীমিত আকারে অস্থায়ীভাবে চালু রাখা যায়, নতুন শর্তে যারা ইতিমধ্যে ডাকাভুক্ত হয়েছে, তাদের বৈধতা চালু রাখা যাবে। তারা তাদের আবেদন নবায়ন করতে পারবে। 

গত শুক্রবার কোর্ট হিয়ারিংয়ে বিচারক হানেন ফেডারেল সরকারের অ্যাটর্নিদের নির্দেশ দেন যে, তাকে যেন নতুন বিধির আরো তথ্য দাখিল করা হয়। তাছাড়া তিনি এর অতিরিক্ত আইনি যুক্তিতর্কও শুনতে চান। কিন্তু তিনি ভবিষ্যৎ শুনানির জন্য কোনো সময়-তারিখ ধার্য করেননি। হানেন কখন এই মামলার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন তাও পরিষ্কার নয়। এই মামলা পরিশেষে সুপ্রিম কোর্টে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ডাকার সুবিধা লাভকারীদের পক্ষের অ্যাটর্নি নিত্রা পেরালেস বলেন, নতুন ডাকা বিধিবিধান এখন এই কোর্টেই বিবেচনা করা হবে। ডাকার সুবিধা লাভকারীরা এখন অনেকটা হাঁফ ছেড়ে বেঁচেছেন। অনেক আবেদনকারী, যারা কোর্টে উপস্থিত ছিলেন তারা বলেন, আমরা এসেছি যাতে বিচারক বুঝতে পারেন যে, তার সিদ্ধান্ত প্রকৃত মানুষকে প্রভাবিত করবে। আর ডাকা কোনো বিমূর্ত কনসেপ্ট নয়। ‘আমি চাই তিনি আমাদের ব্যবহার দেখুন।’ তারা ফেস্টুন লিখেন ’ বিচারক হানেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ডাকা রক্ষা করে।’

বাইডেন প্রশাসন যে নতুন করে ডাকা বিধান জারি করেছেন, যাতে ডাকা আইনি যাচাই-বাছাইয়ের পর হতে পারে। তা কার্যকর হবে ৩১ অক্টোবর থেকে। 

পঞ্চম সার্কিট কোর্টের ডাকা বাতিলের সিদ্ধান্তের পর তা বিচারক হানেনের কোর্টে ফিরে আসে। হানেন বাইডেন প্রশাসনের নতুন করে ডাকা রিভিশনের পর আবার তা দেখবেন বলে জানিয়েছেন। 

এখন ডাকা চালু থাকলেও এর স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়ন করে তা মোডিফাই করতে বাইডেন প্রশাসন আইন প্রণয়নের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। 

শেয়ার করুন