১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৬:৪০:৫৬ পূর্বাহ্ন


নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নির্বাচন
মনোয়ার সভাপতি ও মমিনুল সম্পাদক পুনর্নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
মনোয়ার সভাপতি ও মমিনুল সম্পাদক পুনর্নির্বাচিত বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের


আগামী দুই-তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের নিজস্ব অফিস করা হবে। শুধু অফিস নয়, প্রেস ক্লাবের সদস্যদের বসার স্থান থাকবে। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সভা এবং নির্বাচন শেষে নেতৃবৃন্দ এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাধারণ সভা শেষে সংগঠনের কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে মনোয়ারুল ইসলাম এবং মমিনুল ইসলাম মজুমদার নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পুরনায় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ৮ নভেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, পেনসিলভানিয়া এবং ওয়াশিংটনে থাকা প্রেস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রেস ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক মঈনুদ্দীন নাসের। কমিশনের সদস্য ছিলেন এবিএম সালেহ উদ্দীন ও চৌধুরী এম আলী কাজল। নির্বাচনে ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮ ভোটার ব্যবধানে মনোয়ারুল ইসলাম বিজয় লাভ করেন। তিনি ভোট পেয়েছেন ৫১চি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম সালাহ্ উদ্দিন আহমেদ ভোট পেয়েছেন ৪৩।

নির্বাচনে কার্যকমিটির সেক্রেটারি পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হন মমিনুল ইসলাম মজুমদার। তার ভোট প্রাপ্তির সংখ্যা ৬৮। কার্যকরি সদস্য পদে বেশি ভোট পেয়ে জয়ী হন শেখ সিরাজুল ইসলাম। তিনি পেয়েছেন

৬৬ ভোট। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সহ-সভাপতি আবিদুর রহিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। সহ-সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী। কোষাধ্যক্ষ রশিদ আহমদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খছরু, প্রচার ও দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। কার্যকরি সদস্য শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, মোহাম্মদ ফারুক হোসেন, শাহ্ আহমদ।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন কিসলু, সভাপতি পদে বিজীত প্রার্থী এবিএম সালাহ্ উদ্দীন আহমদ। 

সাধারণ সভা : নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পরিবর্তে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ প্রেস ক্লাব, প্রস্তাবিত ১৩ সদস্য কমিটির পরিবর্তে বর্তমান ১১ সদস্য বিশিষ্ট কমিটি ও উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত ৭ সদস্য বিশিষ্ট পরিবর্তে বর্তমান ৫ সদস্য বহাল, সাধারণ সভা ও নির্বাচন একদিনের পরিবর্তে ২ দিনে হওয়ার সিদ্ধান্ত হয়। বিগত সেপ্টেম্বর মাসে জাতি সংঘের অধিবেশন কাভার করার জন্য নিউইয়র্কে আসা ঢাকার সাংবাদিকদের সম্মানে নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময় সভায় উপস্থিত এক সদস্যের সঙ্গে অনাকাক্সিক্ষত ঘটনায় কোনো বিবৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং ঢাকার সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্ক প্রেস ক্লাবের এধরনের মতবিনিময় সভা না করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মনোয়ারুল ইসলাম এবং পরিচালনা করেন বর্তমান সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার।

এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন উপদেষ্টা মন্জুর আহমদ, প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের, কমিশনের সদস্য এবি সালেহ উদ্দীন, কমিশনের সদস্য চৌধুরী এম আলী কাজল, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ খান, সাবেক সভাপতি আবু তাহের, শেখ সিরাজুল ইসলাম, ক্লাবের অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামিল আনসারী। দোয়া পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ।

পরে প্রেস ক্লাবের যারা প্রয়াত হয়েছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভার প্রারম্ভে স্বাগতিক বক্তব্যে সভাপতি মনোয়ারুল ইসলাম প্রথমেই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন সংগঠনের যা কিছু ভালো অর্জিত হয়েছে এটার অর্জন আপনাদের, আর যা ব্যর্থতা তার দায়িত্ব আমার।

সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার সম্পাদকীয় রিপোর্ট এবং কোষাধ্যক্ষ আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন উপদেষ্টা মন্জুর আহমদ, সাবেক সভাপতি ড. ওয়াজেদ এ খান, আবু তাহের, মাহমুদ খান তাসের, প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের, কমিশনের সদস্য এবি সালেহ উদ্দীন, কমিশনের সদস্য এম আলী কাজল, দেশ পত্রিকার সাংবাদিক মিছবাহ উদ্দিন, রওনক হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খছরু, ফাহমিদা আলম লিনা, শেখ সিরাজুল ইসলাম, এনটিভির প্রতিনিধি ফরিদ আলম, ক্লাবের সাবেক সহ-সভাপতি জয়নাল আবদীন, শাহ আহমদ, শাহিদুর রহমান দিপু, মোজাম্মেল হক।

প্রধান নির্বাচন কমিশনার মঈনুদ্দীন নাসের সকলের সহযোগিতায় সুন্দর নির্বাচন পরিচালনার দায়িত্ব সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন