০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জুন নয় ডিসেম্বরে খুলে দেয়া হতে পারে পদ্মা সেতু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
জুন নয় ডিসেম্বরে খুলে দেয়া হতে পারে পদ্মা সেতু পদ্মা সেতু ফাইল ছবি


পদ্মা সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার সময়সীমা বেড়েছে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু এ বছরের শেষ নাগাদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এজন্য দ্রুত গতিতে কাজ চলছে।

 এর আগে পদ্মা সেতু আগামী ৩০ শে জুন খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এতদিন এ পর্যন্ত নির্ধারিত ছিল সব। কিন্তু প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর এটা ওপেন হওয়ার সময়সীমা নিয়ে নতুন দিনক্ষণ তৈরি হলো। গত বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে’।

 পরবর্তীতে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ সচিব। কবে দেওয়া হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন আমরা বলেছি ৩০ শে জুনের মধ্যেই পদ্মাসেতু আমরা ওপেন করে দেব। এসময় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আসলে তো পদ্মাসেতু শেষ হওয়ার নির্দিষ্ট সময়ক্ষন ২০২২ এর ডিসেম্বর। আমরা চেষ্টা করছি যে যদি সম্ভব হয়, দেখা যাক। আমি উনার (প্রধানমন্ত্রী) সাথে কথা বলি- উনি কি বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য কারণ ব্যাখ্যা করে মন্ত্রীপরিষদ সচিব বলেন, যে কথাটি উনি বলেছেন তার একটি লজিক হলো- রিসেন্টলি কিছু মালামাল আসতে সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। এই মালামাল গুলি মার্চ মাসে আসার কথা ছিল। কিন্তু এখন অনেকটা চলে এসেছে। এজন্য আমার মনে হয় আমাদের টাইমে আছে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। ইউরোপের বিভিন্ন দেশ থেকে সব মালামাল আসবে। কিছু কিছু মালামাল আছে যেগুলো একটা বা দুইটা দেশ বানায়। এমনিতেই করোনার জন্য আসতে দেরি হচ্ছিল। এখন যুদ্ধের কারণে দেরি হচ্ছে।

উল্লেখ্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 

শেয়ার করুন