১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০১:৩৪:২৬ পূর্বাহ্ন


মুসলিম শিশুকে হত্যাচেষ্টায় গ্যারির ১৫ বছরের কারাদণ্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৫
মুসলিম শিশুকে হত্যাচেষ্টায় গ্যারির ১৫ বছরের কারাদণ্ড ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত গ্যারি ল্যান্সকি


মিশিগানের ডেট্রয়েট সিটির রায়ান পার্কে ৭ বছর বয়সী এক মুসলিম শিশুকে ছুরিকাঘাত ও গলা কাটার ঘটনায় অভিযুক্ত এক বৃদ্ধকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওয়েন কাউন্টি প্রসিকিউটরস অফিস জানিয়েছে, ৭৪ বছর বয়সী গ্যারি ল্যান্সকিকে মুসলিম শিশুকে গলা কেটে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার আদালত কর্তৃক ১৫ বছরের সাজা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত বছরের অক্টোবর মাসে এক বিকালে, ডেট্রয়েটের গ্রিনভিউ ও কির্কউড এলাকার রায়ান পার্কে। ভুক্তভোগী শিশুটি, সাইদা মাশরাহ, তার দাদির তত্ত্বাবধানে আরো তিন শিশুর সঙ্গে খেলছিল। অভিযোগ অনুযায়ী, ল্যান্সকি হঠাৎ সাইদার কাছে এসে তার মাথা ধরে পেছনে টেনে নেয় এবং একটি পকেট নাইফ দিয়ে তার গলা কেটে দেয়। এরপর সে শিশুটিকে পেটে ছুরিকাঘাতের চেষ্টা করলে সাইদা তাকে লাথি মেরে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরিবারের সদস্যরা জানান, হামলার পর ল্যান্সকি ছুরি হাতে শিশুটির দাদির দিকেও এগিয়ে যায়, তবে শিশুদের চিৎকারে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাইদা গলায় গুরুতর ছুরিকাঘাতের জখম নিয়ে চিকিৎসা নেয়। এক প্রতিবেশী দ্রুত এগিয়ে এসে গজ দিয়ে রক্তপাত বন্ধে সহায়তা করেন। পরে পুলিশ ল্যান্সকিকে গ্রেফতার করে। ওয়েন কাউন্টি প্রসিকিউটরস অফিস প্রথমে ল্যান্সকির বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা এবং মারাত্মক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনে। যদিও গণমাধ্যমে উল্লেখ করা হয় যে ভুক্তভোগী শিশুটি একজন ইয়েমেনি-আমেরিকান মুসলিম, তদন্তকারীরা জানান, তারা ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে দেখছেন না। তাদের মতে, হামলার সময় ল্যান্সকি একটি মানসিক সংকটের মধ্যে ছিলেন।

ঘটনার পর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-মিশিগান পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানায়। সংস্থাটির নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ এক বিবৃতিতে বলেন, পার্কে খেলার সময় ৭ বছর বয়সী সাইদার ওপর এই হামলার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। উদ্দেশ্য যাই হোক না কেন, এটি একটি অর্থহীন সহিংসতা, যা সাইদা, তার পরিবার এবং সেদিন পার্কে থাকা অন্য শিশুদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। প্রসিকিউটররা আরো জানান, ল্যান্সকিকে একটি আলাদা মামলায়-একজন আত্মীয়ের বিরুদ্ধে ফেলোনিয়াস অ্যাসল্টের ঘটনায়-অতিরিক্ত ১ থেকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজাই একসঙ্গে কার্যকর হবে। এ ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে এবং শিশুদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে আরো সচেতনতার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন