নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল গত ২৬ জানুয়ারি স্টেটের ইতিহাসের বৃহত্তম চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সম্প্রসারণ ঘোষণা করেন
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল গত ২৬ জানুয়ারি স্টেটে শিশু কর ক্রেডিট বা এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট (ইএসসিসি) সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। এটি একটি ফেরতযোগ্য ক্রেডিট, যা আয়কর কমাতে ব্যবহার করা যাবে বা নগদ রিফান্ড হিসেবে সরাসরি পরিবারগুলোকে প্রদান করা হবে। গভর্নর হোচুল বলেন, এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট নিউইয়র্কের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মাধ্যমে এবার আরো বেশি পরিবার এই সুবিধা পাবে, যা সরাসরি পরিবারগুলোর পকেটে অর্থ পৌঁছে দেবে এবং রাজ্যকে আরো সাশ্রয়ী করবে।
গত বছর গভর্নর হোচুল এবং স্টেট আইনসভা ইতিহাসের সবচেয়ে বড় এম্পায়ার স্টেট চাইল্ড ক্রেডিট সম্প্রসারণ কার্যকর করেন। সম্প্রসারণের ফলে ২০২৬ সালের ফাইলিং মৌসুমে (ট্যাক্স ইয়ার ২০২৫) চার বছরের কম বয়সী শিশুর জন্য ক্রেডিট সর্বাধিক ১ হাজার ডলার এবং ৪-১৬ বছর বয়সী শিশুর জন্য ৩৩০ ডলার পর্যন্ত পাওয়া যাবে। আগামী বছর (ট্যাক্স ইয়ার ২০২৬) ৪-১৬ বছর বয়সী শিশুদের ক্রেডিট ৫০০ ডলার পর্যন্ত বৃদ্ধি পাবে, এবং চার বছরের কম শিশুদের জন্য ১ হাজার ডলার ক্রেডিট একই থাকবে।
নিউইয়র্ক স্টেট দীর্ঘদিন ধরে দরিদ্র পরিবারগুলোর জন্য ক্রেডিটের সীমাবদ্ধতা রাখত, যা মিনিমাম ইনকাম বা ক্রেডিট ফেজ-ইন নামে পরিচিত। সম্প্রসারণের ফলে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে, ফলে সব দরিদ্র পরিবার সম্পূর্ণ ক্রেডিট ফেরত হিসেবে পেতে সক্ষম। এছাড়া মধ্যবিত্ত পরিবারেরাও উপকৃত হবে, যারা আগে আয়ের কারণে যোগ্যতা অর্জন করতে পারত না। যৌথ ফাইলিং করা পরিবারগুলো ১ লাখ ১০ হাজার পর্যন্ত আয়ের ক্ষেত্রে পুরো ক্রেডিট পেতে পারবে, এবং সম্প্রসারিত ক্রেডিট ফেজ-আউট অনুযায়ী, ১ লাখ ৭০ হাজার আয়ের চার সদস্যের একটি পরিবারও বছরে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট পেতে সক্ষম। এ সংস্কারগুলো পরিবারগুলোর জন্য বিশেষভাবে ছোট শিশুদের ক্ষেত্রে সহায়ক হবে এবং গড় ক্রেডিট প্রায় দ্বিগুণ হয়ে ৪৭০ ডলার থেকে ৯৪৩ ডলার হয়েছে।
গভর্নর হোচুলের অফিস জানিয়েছে, যদি সব যোগ্য নিউইয়র্কবাসী এ সম্প্রসারিত ক্রেডিট পায়, তবে ইনডিপেনডেন্ট গবেষণা অনুযায়ী শিশুর দারিদ্র্য ৮ শতাংশেরও বেশি কমানো সম্ভব। ২০২৬ সালে (ট্যাক্স ইয়ার ২০২৫) ক্রেডিট পাওয়ার জন্য যোগ্য হতে হলে: পুরো বছরের জন্য নিউইয়র্কে বসবাস করতে হবে, ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৭ বছরের কম বয়সী কমপক্ষে এক শিশু থাকতে হবে, এবং নিউইয়র্ক স্টেট আয়কর রিটার্ন জমা দিতে হবে। প্রত্যেক দাবিকৃত শিশুর জন্য বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর বা আইটিআইএন প্রদান করতে হবে। একক বা হেড অব হাউসহোল্ড আয়ের ক্ষেত্রে ৭৫ হাজার ডলার এবং যৌথ দায়ের আয়ের ক্ষেত্রে ১ লাখ ১০ হাজারের নিচে থাকলে সর্বাধিক ক্রেডিট পাওয়া যাবে।
নিউইয়র্ক স্টেট অফিস অফ টেম্পরারি অ্যান্ড ডিসঅ্যাবিলিটি অ্যাসিস্ট্যান্সের কমিশনার বারবারা গুইন বলেন, এ সম্প্রসারণ লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে, বিশেষ করে যাদের শিশু রয়েছে এবং আয় কম বা নেই। তবে ক্রেডিট পাওয়ার জন্য পরিবারগুলোকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, যা স্ন্যাপ বা মেডিকেইডের মতো অন্য সুবিধার ওপর প্রভাব ফেলবে না।
দরিদ্রতম নিউইয়র্কবাসীর জন্য, যারা আগে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন পুরো ক্রেডিট পাবেন: আয় শূন্য বা ৪ হাজার ডলারের এর নিচে থাকলে ট্যাক্স দিতে হবে না এবং ফাইলিং করলে সর্বাধিক ক্রেডিট নগদ রিফান্ড হিসেবে পাবেন। আয় ৪ হাজার ডলারের বেশি হলে ট্যাক্স রিটার্ন ফাইল করে ক্রেডিট নেওয়া যাবে। এই সম্প্রসারণ সম্পর্কে যত বেশি মানুষকে জানানো সম্ভব, সেই উদ্দেশ্যে গভর্নর হোচুল একটি হোল অব গভর্নমেন্ট প্রচারণা চালাচ্ছেন। ওটিডিএ পরিবারগুলোকে সরাসরি এ সুবিধা সম্পর্কে সচেতন করার জন্য কাজ করছে, বিশেষ করে স্ন্যাপ প্রাপ্ত পরিবারের মধ্যে।
এ ক্রেডিট গ্রহণ পরিবারগুলোর মেডিকেড, স্ন্যাপ, এসএসআই নগদ সহায়তা বা হাউজিং সহায়তার ওপর কোনো প্রভাব ফেলবে না। যারা এ সুবিধা পাবেন, তারা চাইলে রিফান্ড সেভ করলে এটি ১২ মাসের জন্য অ্যাসেট সীমার মধ্যে গণনা করা হবে না। ২০২৬ সালের ট্যাক্স ফাইলিং মৌসুম ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ই-ফাইলিং সবচেয়ে সহজ, নিরাপদ এবং দ্রুত নগদ ফেরত পাওয়ার উপায়। গভর্নর হোচুলের অ্যাফোর্ডিবিলিটি এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সম্প্রসারিত এ ক্রেডিট। অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে মধ্যবিত্তের কর হ্রাস, ইনফ্লেশন রিবেট চেক এবং সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল মিল নিশ্চিতকরণ, যা প্রতি শিশুর জন্য প্রায় ১ হাজার ৬০০ ডলারের সাশ্রয় নিশ্চিত করবে।