০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:৪৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কয়েদিকে ‘জীবিত খেলো’ পোকামাকড়-ছারপোকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৪-২০২৩
কয়েদিকে ‘জীবিত খেলো’ পোকামাকড়-ছারপোকা প্রতীকী ছবি


ছোটখাটো অপরাধের দায়ে যুক্তরাষ্ট্রের নাগরিক লাশন থম্পসনের কারাদণ্ড হয়েছিল। বিচারক মানসিক অসুস্থ বিবেচনা করায় আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারের মনোরোগ সেলে রাখা হয়েছিল তাকে। কিন্তু কারাকক্ষে নির্মম মৃত্যু হয়েছে থম্পসনের। পোকামাকড় ও ছারপোকা তাকে ‘জীবিত খেয়ে ফেলেছিল’। থম্পসনের পারিবারিক আইনজীবী এ অভিযোগ করেছেন। থম্পসনের পারিবারিক আইনজীবী মাইকেল ডি হারপার কিছু ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যায়, ছারপোকায় খাওয়া থম্পসনের ক্ষতবিক্ষত শরীর। এ ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছেন তার আইনজীবী। মামলা দায়েরের বিষয়টি বিবেচনাধীন বলেও জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে হারপার বলেন, পোকামাকড় ও ছারপোকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে থম্পসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। থম্পসনকে কারাগারের যে কক্ষে রাখা হয়েছিল, তা কোনো অসুস্থ জীবের জন্য উপযুক্ত নয়। এমন পরিণতি তার প্রাপ্য ছিল না।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, ফুলটন কাউন্টির মেডিকেল নিরীক্ষকের রিপোর্টে বলা হয়, গ্রেফতারের তিন মাস পর গত ১৯ সেপ্টেম্বর থম্পসনকে তার কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএসের প্রতিবেদনে বলা হয়, থম্পসনের অবস্থার অবনতি হতে দেখেও কারা কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা তাকে সহযোগিতা করা বা অন্যভাবে সাহায্য করার কোনো পদক্ষেপ নেয়নি বলে কারা নথিতে বলা হয়। মেডিকেল নিরীক্ষকের রিপোর্টে বলা হয়, মনোরোগ ওয়ার্ডে থম্পসনের কারাকক্ষে ‘ছারপোকার মারাত্মক উপদ্রব ছিল’। তবে থম্পসনের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন নেই বলে এতে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি বলে রিপোর্টে বলা হয়েছে।

শেয়ার করুন