০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


টুইটারের নিরাপত্তাত্রুটি দূর হলো আট মাস পর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
টুইটারের নিরাপত্তাত্রুটি দূর হলো আট মাস পর


গত বছরের ডিসেম্বরে টুইটারে থাকা কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে প্রায় ৫৪ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছিলেন ‘ডেভিল’ নামের এক হ্যাকার। পরে অর্থের বিনিময়ে তথ্যগুলো অনলাইনে বিক্রিও করে দেন ওই হ্যাকার। সাইবার হামলার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও টুইটার পরে জানায়, ‘জিরো ডে’ ত্রুটি কাজে লাগিয়ে হামলাটি চালানো হয়। এবার সাইবার হামলার প্রায় আট মাস পর সেই ত্রুটি দূর করতে নিরাপত্তা হালনাগাদ করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

নিরাপত্তা হালনাগাদের আগে দীর্ঘ আট মাস কারিগরি ত্রুটিটি কার্যকর ছিল টুইটারে। ফলে হ্যাকাররা চাইলেই টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারত। আট মাসে এই ত্রুটি কাজে লাগিয়ে কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টুইটার। এক বিবৃতিতে টুইটার জানায়, ‘গত জানুয়ারি মাসে আমরা প্রথম নিরাপত্তাত্রুটিটির কথা জানতে পারি। গত বছরের জুন মাসে টুইটারে সফটওয়্যার হালনাগাদের ফলে এ কারিগরি ত্রুটি তৈরি হয়। বিষয়টি জানার পর তদন্ত করে নিরাপত্তাত্রুটিটি দূর করা হয়েছে।’

নিরাপত্তা হালনাগাদের পাশাপাশি ই-মেইল ও মোবাইল নম্বর ফাঁস হওয়া ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে সতর্ক করেছে টুইটার। ব্যবহারকারীদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহারেরও পরামর্শ দিয়েছে সাইটটি।


শেয়ার করুন