১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২২
গুলি করে হত্যাকে সরকার উৎসাহ দিচ্ছে --তানিয়া রব তানিয়া রব/ফাইল ছবি


জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেছেন, রাষ্ট্রের নাগরিক হত্যায় সরকার কোন দুঃখ প্রকাশ না করে বরং বিরোধীদলের সভা সমাবেশে পুলিশকে গুলি করে মানুষ হত্যায় সরকার উৎসাহ যোগাচ্ছে। নিরস্ত্র জনতার সমাবেশে পুলিশ আত্মরক্ষার্থে নয়  অবৈধ রাষ্ট্র ক্ষমতাকে ধরে রাখতে সরকারের নির্দেশেই গুলি করছে। 

আজ নোয়াখালী জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তানিয়া রব এসব কথা বলেন। তারার মেলা নোয়াখালীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযাদ্ধা মোহম্মদ উল্লাহ।বক্তৃতা করেন আমির হোসেন বিএসসি , আবুল কালাম মাস্টার,  আব্দুল মোতালেব,  সোহরাব হোসেন,  নুর রহমান(সাবেক চেয়ারম্যান),  শহীদ উল ইসলাম খোকন,  হাবীবুর রহমান,  লোকমান হোসেন বাবলু,   ইকবাল হোসেন ও তৌফিকুজ্জামান পিরাছা প্রমুখ।

তানিয়া রব আরো বলেন,  কী কারণে বুলেট  বা গুলি ব্যবহার করতে হচ্ছে, কী কারণে প্রাণহানি ঘটল, হত্যা কি অনিবার্য হয়ে পড়েছিল কিনা তার কোন তদন্ত না করে বরং অতি উৎসাহী পুলিশের গুলিবর্ষণের বেআইনী ঘটনাকে সরকার প্রকারান্তরে উৎসাহ  দিয়ে যাচ্ছে। সরকারের আনুগত্য জনগণ প্রতি নয় পুলিশের প্রতি। 

তিনি আরো বলেন, পুলিশ বিরোধী দলের উপর নির্মম নির্যাতন ও গুলি চালালে সরকারের মন্ত্রীগণ আনন্দে বিগলিত হয়ে বিরোধীদলকে দোষারোপের বয়ান দিতে শুরু করেন কিন্তু এর কোন সুষ্ঠু তদন্তের প্রয়োজন বোধ  করেন না। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। কারণ তারা বিশ্বাস করে রাজপথে আর কোনদিন তাদের আন্দোলন করতে হবে না, তারা চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকবেন। কিন্তু ইতিহাসের গতিপথ অচিরেই নির্ধারিত হয়ে যাবে। প্রতিটি গুম খুন হত্যার জবাব দিতে হবে।

শেয়ার করুন