০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পেনসিলভানিয়ায় বাংলাদেশ প্যারেড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২২
পেনসিলভানিয়ায় বাংলাদেশ প্যারেড পেনসিলভানিয়ায় বাংলাদেশ প্যারেডের দৃশ্য


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার আপারডাবিতে গত রোববার বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়ার উদ্যোগে পালিত হলো বাংলাদেশ প্যারেড ও মেলা। ‘বাংলাদেশি প্যারেড এবং মেলা’ ঘিরে উৎসবে মেতে উঠেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহ্যের স্বাদের সঙ্গে কেনাকাটা, আড্ডা আর আনন্দে বাংলাদেশিদের মহামিলন হয় এই প্যারেড এবং মেলায়। যদিও এবারের প্যারেডে উপস্থিতিতি ছিল কিছুটা কম। প্যারেড শুরু হয় দুপুরে। আপারডাবির খামার বাড়ির পার্কিং লট থেকে এবং শেষ হয় আপারডাবি সিটির প্লে­গ্রাউন্ড মাঠে (৬৯ স্ট্রিটে)। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এবং অনেকেই বাদ্যযন্ত্রসহ প্যারেডে অংশগ্রহণ করেন। বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া, পেনসিলভানিয়া স্টেট আওয়ামী লীগ, ট্রাই স্টেট আওয়ামী লীগ এবং চট্টগ্রাম সমিতি অব পেনসিলভানিয়ার অংশগ্রহণ ছিলো চোখে দেখার মতন। শেষ বিকালে প্রচুর সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশে।

বাংলাদেশি ঐতিহ্যকে ধরে রাখার সঙ্গে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ১২ বছর ধরে এ মেলা হয়ে আসছে। দিনভর প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। পেনসিলভানিয়ার বিভিন্ন সিটিসহ আশপাশের বিভিন্ন রাজ্য যেমন নিউজার্সি, ডেলওয়ার এবং নিউইয়র্ক থেকেও অনেকে অংশগ্রহণ করেন। বিভিন্ন শহরগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পরিবার নিয়ে এসেছিলেন মেলায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী প্রবাসীর উপচেপড়া ভিড় ছিল।

হরেক রকমের ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের পসরা সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলেন শৌখিন প্রবাসী দোকানিরা। বুটিক, মৃৎ ও হস্তশিল্প, পোশাক, জুয়েলারিসহ রকমারি স্টলের পাশাপাশি ছিল দেশীয় স্বাদের খাবারের দোকান। দোকানিরা জানান, বাংলাদেশি ছাড়াও অন্য দেশের প্রবাসীরাও মেলায় এসে কেনাকাটা করছেন। বেশি বিক্রি হয়েছে পোশাক ও দেশি খাবার। বিনোদনের জন্য ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে নাচ এবং তারকাশিল্পীদের বর্ণাঢ্য সংগীতায়োজন। মেলায় মূল আকর্ষণ ছিল সংগীতশিল্পী রিজিয়া পারভিন। স্থানীয় শিল্পীদের মধ্য ছিলেন জলি দাশ, জুমা দাশ, শিলা আজিজ, সালমান খন্দকার, উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রনো নেওয়াজ, নাজু আকন্দ, মূকাভিনয় শিল্পী তুহিন এবং একসময়ের চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা আহমেদ শরীফ।

সন্ধ্যার পরে মঞ্চে আসেন রিজিয়া পারভীন। নিউইয়র্কের পরে আপারডাবিতে এতো বাংলাদেশিদের উপস্থিতি দেখে দারুণ উচ্ছ্বসিত হন শিল্পীরা। শিল্পীরা একে একে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশনের সময় নেচে-গেয়ে পুরোটা সময় মঞ্চ মাতিয়ে রাখেন। আনন্দ উন্মাদনায় মেতে উঠেছিলেন বাংলাদেশি দর্শকরা। মেলায় ছিলো আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এতে ছিল গাড়ি, বিমান টিকেট, ল্যাপটপ ও টেলিভিশনসহ অন্যান্য পুরস্কার।

শেয়ার করুন