০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই সাকিনা ডেনি


বিশিষ্ট সংগীতশিল্পী সাকিনা ডেনি আর নেই। তিনি বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমা সাকিনা ডেনি দীর্ঘ প্রায় ৪০ বছর নিউইয়র্কে বসবাস করার পর স্বামী কবি ও সংগীতশিল্পী সহীদুল সরকারের সাথে রংপুর জেলার নীলফামারীর ডোমারে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সকিনা ডেনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক এখন সময়ের সাবেক রিপোর্টার এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সাকিনা ডেনির আকস্মিক মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। 

একসময় নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে শহীদুল সরকার ও সাকিনা ডেনি দম্পতি জুটির সংগীত পরিবেশনায় মুগ্ধ ছিলেন কমিউনিটি। পারিবারিক, সামাজিক ও জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে এই দম্পতির সরব উপস্থিতি এখন কমিউনিটির স্মৃতি হয়ে রইলো। নিউইয়র্কের এমন কোনো অনুষ্ঠান ছিলো না যেখানে এই দম্পতি উপস্থিত ছিলেন না। অত্যন্ত বিনয়ী এই দুই শিল্পী হারমোনিয়াম এবং কিবার্ড নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতেন। একসময় নিউইয়র্কে তাদের ছাড়া অনুষ্ঠান চিন্তাই করা যেতো না। তারা ছিলেন অনিবার্য শিল্পী। ব্যক্তিগত জীবনে এই দম্পতি ছিলেন নিঃসন্তান। কয়েক বছর আগে এই দম্পতি নিউইয়র্ক ছেড়ে চলে যান। কাগজপত্র যেহেতু ছিলো না, সেহেতু শেষ বয়সটুকু বাংলাদেশেই থাকতে চেয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মরহুমা সাকিনা ডেনির মরদেহ নীলফামারীর ডোমারে দাফন করা হয়।

শেয়ার করুন