০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন


৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা


বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর তত্ত্বাবধানে পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২১ ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে উপাচার্যের এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে এবার দেশের ৩২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় জানানো হয় আগামী ‘২১ -‘২২ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কবে নতুন করে যুক্ত আছে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় পরিষদ  চূড়ান্ত করবে।

বাইরে থাকা বিশ্ববিদ্যালয় যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আলাদা ভর্তি পরীক্ষা আয়োজন করবে।  সভায় বাইরে থাকা বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তির সময় প্রকাশ করতে বলা হয়েছে। 

বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডঃ আফরোজা বেগম সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক ডঃ মোঃ আলমগীর অধ্যাপক ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আবু তাহের কমিশনের সচিব ডাক্তার ফেরদৌস জামান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান সহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ-উপাচার্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন