০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সভাপতি ডা. ইনামুল ও সাধারণ সম্পাদক ছিদ্দিক
বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি মঞ্চে নির্বাচন কমিশনসহ অন্যান্য নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ অক্টোবর ব্রুকলিনের পাঞ্জাব রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই সাধারণ সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। এরপর সমঝোতার ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় গত ৭ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায়। এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দীন আহমেদ শামীম, নির্বাচন কমিশনের সদস্য আক্তার হোসেন, শাহনেওয়াজ সরকার সানু, সংগঠনের বর্তমান সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, সাবেক সভাপতি মামুন মিয়াজি, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ জামান তপন, সহ-সভাপতি দলিলুর রহমান।

আলাপ-আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশন শামসুদ্দিন আহমেদ শামীম ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হক, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ সরকার, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সরকার ও মোহাম্মদ দলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এ ছিদ্দিক পাটোয়ারি, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, অর্থ সম্পাদক মোহাম্মদ বাসেদ গাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হান্নান ভুইয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, দফতর সম্পাদক নাদিম ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, কার্যকরি সদস্য আলহাজ ফিরোজুল পাটোয়ারি, মিয়া মোহাম্মদ দুলাল, হাজি মোহাম্মদ ইসমাঈল মিয়া, মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আবুল খায়ের আখন্দ, নূর মোহাম্মদ, আলমগীর হোসেন এবং মোহাম্মদ মনির হোসেন।

শেয়ার করুন