০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্র ওয়েলস ম্যাচ ড্র
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২২
যুক্তরাষ্ট্র ওয়েলস ম্যাচ ড্র পেনাল্টিতে গোলের পর গ্যারেথ বেল/ছবি সংগৃহীত


বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র ওয়েলস খেলা ড্র হয়েছে। তুমুল উত্তেজনাপূর্ণ এ ম্যাচের শেষ সময়ে ওয়েলসের তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল গোল করে খেলায় সমতা নিয়ে এসেছে।

এর আগে আল আহমদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্টিত এ খেলার প্রধামার্থে  যুক্তরাষ্ট্রের টিমোথি ৩৬ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিল দলকে। প্রধমার্ধটা সেভাবেই কাটে। দ্বিতীয়ার্ধে এক গোলে পিছিয়ে ওয়েলসও দুর্দান্ত লড়াই শুরু করে সমতা নিয়ে আসার জন্য। কিন্তু ক্রমশই এগিয়ে যাচ্ছিল ম্যাচ যুক্তরাষ্ট্র এর পক্ষে। কিন্তু সেটা আর হয়নি।


ম্যাচের প্রথম গোলদাতা যুক্তরাষ্ট্রের টিমোথি,৩৬ মিনিটে করেছিলেন গোলটি/ছবি সংগৃহীত 


খেলার ৮২ মিনিটে বেসামাল যুক্তরাষ্ট্রের ডিফেন্স ওয়েলসের ফরোয়ার্ড বেলকে ফেলে দেন মার্কিন ডিফেন্ডার জামোরান। বিধিসম্মত বাধা না দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেয়। যেটাতে আর ভূল করেননি বেল। গোল করে খেলায় নিয়ে আসেন সমতা। অবশ্য গোল পরিষধে মরিয়া হয়ে উঠেছিল ওয়েলস। একের পর এক আক্রমন ও গোল মিসের মহড়ার পর ওই দৃশ্য।

শেষ পর্যন্ত ওই অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ। 


শেয়ার করুন