০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ০৬:১৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


শ্রমিকদের ডাকা ধর্মঘটে নৌপথ অচলাবস্থায়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২২
শ্রমিকদের ডাকা ধর্মঘটে নৌপথ অচলাবস্থায় ব্যাস্ততম সদরঘাট লঞ্চঘাট এলাকা/ছবি সংগৃহীত


বরিশাল ও খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটটা মন থেকে ডেকেছিল কি-না পরিবহন মালিক শ্রমিকরা তা আজো অজানা! এবার সত্যি সত্যিই দেশব্যাপী শ্রমিকরা ডেকে বসেছে নৌপথে ধর্মঘট। এতে অচলাবস্থার সৃষ্টি নৌরুটে। বন্ধ রয়েছে যাত্রী পরিবহন। বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান। 

সব মিলিয়ে শ্রমিকদের ডাকা এ ধর্মঘটে সারা দেশে নৌপথে অচলাবস্থা তৈরি হয়েছে। সম্পুর্ন বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী নৌযান। রোববার সকাল থেকেই চলছে এমনটা। 


এদিকে ঢাকা নদীবন্দরসহ (সদরঘাট,ওয়াইজঘাট) দেশের বিভিন্ন বন্দরে লঞ্চ চলছে না। লঞ্চ বন্ধতে বিশেষ করে যাদের গন্তব্যে ঢাকা থেকে লঞ্চ ছাড়া অণ্য উপায়ে জটিল তারা পরেছে চরম ভোগান্তিতে। বরিশাল,খুলনা,পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও উপকুলীয় অঞ্চলের এলাকাগুলোতেও এমন ভোগান্তি।  

একইভাবে শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দরের পণ্য পরিবহণ বিঘ্নিত হয়েছে। এ দুই বন্দরের কার্যক্রমে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে ধর্মঘট নিয়ে অনড় অবস্থানে মালিক ও শ্রমিক নেতারা।


ধর্মঘট আহ্বান করা শ্রমিকদের মুল দাবী তাদের মুজুরী হতে হবে সর্বনিন্ম কুড়ি হাজার টাকা। একই সঙ্গে রয়েছে আরো ১০ দফা দাবী। তবে সরকারের তরফ থেকে এমন অচলাবস্থা তুলে নিতে শ্রমিকনেতাদের সঙ্গে দেনদরবার অব্যহত রয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমশ উর্দ্ধগতিতে শ্রমিকরা বিপর্যস্ত। এ বিষয়গুলো নিয়ে বেশ কমাস ধরে দেনদরবার হলেও কোনো সুরাহা হয়নি। পরিশেষে শ্রমিকদের এমন হার্ডলাইনে চলে যাওয়া। 


শেয়ার করুন