৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ১১:০০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


শ্রমিকদের ডাকা ধর্মঘটে নৌপথ অচলাবস্থায়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২২
শ্রমিকদের ডাকা ধর্মঘটে নৌপথ অচলাবস্থায় ব্যাস্ততম সদরঘাট লঞ্চঘাট এলাকা/ছবি সংগৃহীত


বরিশাল ও খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটটা মন থেকে ডেকেছিল কি-না পরিবহন মালিক শ্রমিকরা তা আজো অজানা! এবার সত্যি সত্যিই দেশব্যাপী শ্রমিকরা ডেকে বসেছে নৌপথে ধর্মঘট। এতে অচলাবস্থার সৃষ্টি নৌরুটে। বন্ধ রয়েছে যাত্রী পরিবহন। বন্ধ রয়েছে পণ্যবাহী নৌযান। 

সব মিলিয়ে শ্রমিকদের ডাকা এ ধর্মঘটে সারা দেশে নৌপথে অচলাবস্থা তৈরি হয়েছে। সম্পুর্ন বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী নৌযান। রোববার সকাল থেকেই চলছে এমনটা। 


এদিকে ঢাকা নদীবন্দরসহ (সদরঘাট,ওয়াইজঘাট) দেশের বিভিন্ন বন্দরে লঞ্চ চলছে না। লঞ্চ বন্ধতে বিশেষ করে যাদের গন্তব্যে ঢাকা থেকে লঞ্চ ছাড়া অণ্য উপায়ে জটিল তারা পরেছে চরম ভোগান্তিতে। বরিশাল,খুলনা,পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও উপকুলীয় অঞ্চলের এলাকাগুলোতেও এমন ভোগান্তি।  

একইভাবে শ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রাম ও মোংলা বন্দরের পণ্য পরিবহণ বিঘ্নিত হয়েছে। এ দুই বন্দরের কার্যক্রমে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। এদিকে ধর্মঘট নিয়ে অনড় অবস্থানে মালিক ও শ্রমিক নেতারা।


ধর্মঘট আহ্বান করা শ্রমিকদের মুল দাবী তাদের মুজুরী হতে হবে সর্বনিন্ম কুড়ি হাজার টাকা। একই সঙ্গে রয়েছে আরো ১০ দফা দাবী। তবে সরকারের তরফ থেকে এমন অচলাবস্থা তুলে নিতে শ্রমিকনেতাদের সঙ্গে দেনদরবার অব্যহত রয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমশ উর্দ্ধগতিতে শ্রমিকরা বিপর্যস্ত। এ বিষয়গুলো নিয়ে বেশ কমাস ধরে দেনদরবার হলেও কোনো সুরাহা হয়নি। পরিশেষে শ্রমিকদের এমন হার্ডলাইনে চলে যাওয়া। 


শেয়ার করুন