০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভা অনুষ্ঠিত সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সভায় উপস্থিতি


গত ২৬ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ইটজি চাইনিজ রেস্তারাঁর পার্টি হলে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি এমএ সালাম আকন্দ ও সভাটি পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক লষ্কর মইজুর রহমান জুয়েল। সভার প্রধান এ্যাজেন্ডা ছিল, পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও নীতিনির্ধারক ডাঃ আব্দুস সবুর। তিনি সংগঠনে আগত নতুন সদস্যদেরকে স্বাগত জানান এবং তাদেরকে নতুন উদ্দমে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়ার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নীতি নির্ধারক মামুনুর রশিদ। তিনি কমিটিকে স্বাগত জানান এবং নতুন আগত সদস্যদের সংগঠন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি, ৭ (সাত) সদস্য বিশিষ্ট নীতি নির্ধারক পরিষদ, ৪৫ জন কার্যকরি সদস্য, ৫৮ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন সংঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ ও সাহিত্য সম্পাদক এসএম মোজাম্মেল হক এবং নতুনদের মধ্য থেকে রবিউজ্জামান, হাসান মাহমুদ, মোঃ শামীম আহমেদ ও মোহাম্মদ রাসেল মাহমুদ প্রমুখ। সহসায় বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা মারফত নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। সবশেষে সভাপতির এম এ আকন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন