০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৩৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


২০২৫ ক্লাব কাপ বিশ্বকাপ আমেরিকায়
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
২০২৫ ক্লাব কাপ বিশ্বকাপ আমেরিকায়


যুক্তরাষ্ট্রকে ফিফা ক্লাবকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে ফিফা। দীর্ঘদিন ধরেই ফিফা চেষ্টা করছিল ক্লাব কাপের জনপ্রিয়তা বৃদ্ধির। কিন্তু আশানুপ না হওয়ায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্ব দিয়ে পরখ করার উদ্যোগ নিয়েছে। ২০২৫ সনে এ আসরটি অনুষ্ঠিত হবে।  তবে ক্লাবকাপটি এমন এক সময় অনুষ্ঠিত হবে যার পরপরই ২০২৬ এ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ফলে এ ক্লাবকাপের মধ্যদিয়ে বিশ্বকাপের আয়োজনের প্রস্তুতি কিছুটা হলেও সেরে নিতে সক্ষম হবে আমেরিকা। 

ফিফা জানিয়েছে এ আসরেই প্রথমবারের মতো সর্বোচ্চ ৩২টি ক্লাব অংশ নেবে। সম্প্রতি ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপের মাধ্যমে টানা তিন বছর ফুটবলের বড় তিনটি আসর আয়োজনের সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৫ ক্লাব বিশ্বকাপের আগে আগামী বছর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে সেখানে। 

ফিফা ক্লাব পর্যায়ের বিশ্বকাপ চালু করে ২০০০ সালে। তবে বৈশ্বিক পর্যায়ে প্রত্যাশিত মাত্রার সাফল্য না পাওয়ায় এর কাঠামো বদলে ফেলার চিন্তা ভাবনা চলছিল কয়েক বছর ধরে। গত ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নেওয়া হয় ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশ নেবে। এটাই সে আসর। এতে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

ফিফা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা, মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ আসরে জায়গা নিশ্চিত হয়ে গেছে। 

এই মানদণ্ডে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট কাটা হয়ে গেছে রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পালমেইরাস, ফ্ল্যামেঙ্গো, মন্তেরি (মেক্সিকো), লিওন (মেক্সিকো), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাবলাঙ্কা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান) ও আল হিলালের (সৌদি আরব)। বাকি দলগুলো ২০২৪ মহাদেশীয় প্রতিযোগিতা ও র‍্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে চূড়ান্ত হবে।

এ বছরের ফেব্রুয়ারিতে মরক্কোয় হওয়া সর্বশেষ ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল ৬ মহাদেশ চ্যাম্পিয়নসহ ৭টি দল। চলতি বছরের শেষ দিকে সৌদি আরবেও সমানসংখ্যক দল অংশ নেবে। 

এতে কারে বিশ্বকাপের আগে আমেরিকার ফুটবল অনুরাগীরাও বিশ্বের নামীদামী ক্লাবের ফুটবল ও খেলোয়াড়দের পারফরমেন্স উপভোগেরও সুযোগ পাচ্ছে। 

কথিত রয়েছে তারকা ফুটবলাররা ক্লাবের চেয়ে দলে একটু কম অনুজ্জোল থাকে। কারণ ক্লাব বিশ্বের বিভিন্নস্থান থেকে পছন্দসই সেরা খেলোয়াড়দের নিয়ে এসে দল গুছিয়ে ফেলে। এতে করে তারকাদেরও বেশি সুবিধা হয় কাংখিত সফলতা বয়ে আনতে। কিন্তু নিজ দেশের দলে সেটা হয়ে ওঠেনা অনেক সময়ে। গত বিশ্বকাপে সম্ভবত এ কারণেই ক্রিশ্চিয়ান রোনালদোকে চোখের জলে ভাসতে হয়েছে। সব মিলিয়ে আমেরিকাবাসীর বিশ্বকাপের আগে দুর্দান্ত এক ফুটবল দেখার অপেক্ষা সেটা এখন থেকেই। 

শেয়ার করুন