০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মিরসরাইয়ে সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
মিরসরাইয়ে সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত ক্রেস্ট গ্রহণ করছেন সাংবাদিক মনজুরুল হক


চট্টগ্রামের মিরসরাইয়ে সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক। গত ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়ে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক তার দীর্ঘ এক যুগেরও বেশি মফস্বল সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তার পূর্বের কর্মস্থল ইত্তেফাক, ভোরের কাগজ ও পূর্বকোণে কাজ করা অভিজ্ঞতাও তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকতার ধরন, পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয়ে অতীত ও বর্তমানের তারতম্য তুলে ধরেন।

মিরসরাইয়ে সাংবাদিকতা যেন আরো সমৃদ্ধ হয় এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের কলম থাকবে ন্যায়ের পক্ষে। অন্যায়, অনাচারের বিরুদ্ধে লিখনীর মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন গণমাধ্যমের চর্চা ফিরে আসা দরকার। এ সময় তিনি মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমেটেডের কর্মকর্তা জিয়াউল হক জিল্লু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক এম মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দফতর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন।

শেয়ার করুন