২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:১৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


যুক্তরাষ্ট্রের সীমান্ত শহরে জরুরি অবস্থা ঘোষণা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২২
যুক্তরাষ্ট্রের সীমান্ত শহরে জরুরি অবস্থা ঘোষণা মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ থেকে টেক্সাসের এল পাসো সীমান্ত অতিক্রম করার পর অভিবাসীরা যুক্তরাষ্ট্রের একটি সরকারি বাসে ওঠার জন্য অপেক্ষা করছে



 প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে অবৈধ ইমিগ্র্যান্টদের জন্য আমেরিকা দুঃস্বপ্ন থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সব কিছুই যেন পাল্টে যায়। হাজার হাজার মানুষের উপস্থিতির কারণে পেক্সাসের এলপাসোর মেয়র গত ১৭ ডিসেম্বর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কারণ যুক্তরাষ্ট্রের এই সীমান্তে লাতিন আমেরিকার দেশগুলো থেকে প্রতিদিন হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকার জন্য অপেক্ষা করছে। ডেমোক্রেটিক মেয়র অস্কার লিসার বলেন, এই ঘোষণায় অভিবাসী সংকট মোকবিলায় শহরটির অর্থ অন্যান্য প্রয়োজনীয় সম্পদ দেয়া হবে। তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই প্রতিটি মানুষের সঙ্গে সম্মানজনক অচরণ করা হবে। আমরা সকলের নিরাপত্তা চাই।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তারা বলেন, প্রতিদিন প্রায় ২৪০০ জনের বেশি অভিবাসী এলপাসোতে প্রবেশ করে, যা আশ্রয় ক্ষমতার চেয়ে অনেক বেশি। যে হারে এই এলাকার তাপমাত্র হ্রাস পাচ্ছে। এই প্রচÐ ঠান্ডার মধ্যেও হাজার হাজার অভিবাসী এল পাসোর রাস্তায় ঘুমাচ্ছে, যা সত্যিই মানবেতর এবং দুঃখজনক।

ফেডারেল স্বাস্থ্য আদেশ টাইটেল ফোর্টি টু মেয়াদ শেষ হচ্ছে আগামী ২১ ডিসেম্বর। তারই ঠিক আগে এই জরুরি ঘোষণা আসলো। কোভিড-১৯ মহামারীর সময় প্রণীত টাইটেল ফোর্টি টু সীমান্তের ওপাড়ে অভিবাসীদের দ্রæ ফিরে যাবার অনুমতি দেয়।

লিসার আরো বলেন, আগামী সপ্তাহে যদি টাইটেল ফোর্টি টু আর কার্যকর না হয়, তবে কর্মকর্তারা তাকে বলেছেন যে এল পাসো দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের দৈনিক সংখ্যা হাজার ৪০০ থেকে হাজারে বাড়তে পারে।

এল পাসোর প্রতিনিধিত্বকারী ডেমোক্রেটিক সিনেটর সেসার বাঙ্কো এক বিবৃতিতে বলেছেন, সীমান্ত সম্প্রদায় একটি অস্বাভাবিকরকম মানবিক সংকটের মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন