১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির


পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনগনকে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। গত ১৫ মে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তসমূহ জানাতে গিয়ে গত ১৬ মে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এই আহ্বানের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করবার যে সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিলো তা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়। স্থায়ী কমিটির সভা মনে করে জাতীয় নির্বাচনের পূর্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এদের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না বিধায় সিটি নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই অর্থহীন নির্বাচন অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া সভায় দলের চলমান আন্দোলনে সকল গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন