০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
পাঁচ সিটি নির্বাচন বয়কটের আহ্বান বিএনপির


পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে জনগনকে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। গত ১৫ মে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্তসমূহ জানাতে গিয়ে গত ১৬ মে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এই আহ্বানের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করবার যে সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ করা হয়েছিলো তা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানানো হয়। স্থায়ী কমিটির সভা মনে করে জাতীয় নির্বাচনের পূর্বে এই সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এদের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না বিধায় সিটি নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এই অর্থহীন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই অর্থহীন নির্বাচন অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

এ ছাড়া সভায় দলের চলমান আন্দোলনে সকল গণতান্ত্রিক শক্তিকে মাঠে নামানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন