১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:৫৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাইডেনের উপদেষ্টা হলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
বাইডেনের উপদেষ্টা হলেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি শাহিদ আহমেদ খান


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শিল্পকলাবিষয়ক উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ খান। গত ১২ মে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘শাহিদ আহমেদ খান তার পেশাগত জীবনে দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষ করে এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্প্রদায় ও মার্কিন মুসলমানদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে যুক্তরাষ্ট্রে মূল্যবোধ ও রীতিনীতিগুলো সামনের দিকে এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।’

বাইডেনের উপদেষ্টা হিসেবে নিয়োগের পর এক সাক্ষাৎকারে শাহিদ আহমেদ খান বলেছেন, সাংস্কৃতিক বিভেদ মেটাতে শিল্পকলা একটি বড় শক্তি হিসেবে কাজ করে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্টের শিল্পকলা বিষয়ে উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার শিল্পকলার প্রসারে নজর দেবেন তিনি।  

যুক্তরাষ্ট্রে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নাম জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস। প্রতিষ্ঠানটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কিন প্রেসিডেন্টের শিল্পকলাবিষয়ক কমিটি। কমিটির সদস্যদের নির্বাচিত করেন প্রেসিডেন্ট নিজেই। কেনেডি সেন্টারে নিজ নিজ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন তারা।  

এর আগে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির হয়ে গুরুত্বপূর্ণ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন শাহিদ আহমেদ খান। জো বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া ট্রাইকনবোস্টন কনসাল্টিং করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহিদ আহমেদ খান। এই প্রতিষ্ঠানের হয়ে নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।

শেয়ার করুন