০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৫০:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিরাজমান সংকট সমাধান প্রসঙ্গ
ক্ষমতাসীন দলে নেতা-মন্ত্রীদের বক্তব্যে ‘এলোমেলো’ দেখছেন খন্দকার মোশাররফ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
ক্ষমতাসীন দলে নেতা-মন্ত্রীদের বক্তব্যে ‘এলোমেলো’ দেখছেন খন্দকার মোশাররফ


সংকট সমাধান নিয়ে ক্ষমতাসীন দলে নেতা-মন্ত্রীদের বক্তব্যে ‘এলোমেলো’ দেখছেন খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এ্ক আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘‘ কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন হয়ত কোনো জায়গা থেকে চাপ পড়ছিলো যে, বিএনপি হলো একটি সন্ত্রাসী দল, এরা সন্ত্রাস করে… এদের সাথে নির্বাচন নিয়ে আলোচনায় বসার প্রশ্নই  উঠে না। আর কালকে দেখেন, আমির হোসেন আমু বলেন যে, বিএনপি সাথে আলোচনা করার জন্য প্রস্তুত আছে জাতিসংঘের সমঝোতার মাধ্যমে। আবার আজকে শুনলাম ওবায়দুল কাদের(আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন, না এটা সঠিক না। ওবায়দুল কাদেরটা সঠিক না আমির হোসেন আমুর টা সঠিক… এটা কি? আমি প্রশ্ন করতে চাই না। আমাদের আলাল সাহেব(সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল) বলেছেন, আসলে এরা এলোমেলো লীগ হয়ে গেছে, এলোমেলো লীগ।”

 

গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলীয় জোটের এক সমাবেশে জোটের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘‘ আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। প্রয়োজনে অতীতের মতো জাতিসংঘের প্রতিনিধি দলের মধ্যস্থতায়ও সেই আলোচনা হতে পারে।”

 

খন্দকার মোশাররফ বলেন, ‘‘ কয়েকদিন আগে আইনমন্ত্রী(আনিসুল হক) পরিস্কারভাবে বললেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হবে। তারপরে এই সংবাদ কতক্ষন যাওয়ার পরে… দুই ঘন্টা চলার পরে ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, টিভিতে প্রচারের পরে প্রত্যাহার করলেন। প্রত্যাহার করলেন কে? মন্ত্রী বলেছেন, প্রত্যাহার করেছে মন্ত্রণালয় থেকে। অতএব ‘এলোমেলো’ যে হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না।”  

 

তিনি বলেন, ‘‘ আরো এলোমেলা অবস্থা ইনশাল্লাহ আপনার খুব শিগগিরই দেখবেন। সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কথা এলোমেলো হতে বাধ্য।সময় আওয়ামী লীগের শেষ।এখন শেষটা কিভাবে করতে হবে।

 

‘‘ এক. আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমাধান হবে রাজপথে। তার আগেও কিন্তু সুযোগ আছে।”

 

‘কুটনীতিকদের দৌড়াদৌড়ি’

খন্দকার মোশাররফ বলেল, ‘‘ আজকে যে মন্ত্রীপাড়ায় বলি, কুটনীতিকদের দৌড়াদৌড়ি.. আমরা মনে করছি যে, দেশের অবস্থা ভালো নাই। সরকারের অবস্থা ভালো না। তারা যে এলোমেলো করবে এটাই স্বাভাবিক।”

 

‘‘ তবে অতিদ্রুত এই সংকট থেকে অতি দ্রুত মুক্ত পেতে হয় সেখানে সরকারকে কোনো রকমের বক্তব্য কোনো কিছু ছাড়া তাকে পদত্যাগ করতে হবে এবং এখানে একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবে। সেই অন্তবর্তীকালীন সরকার লেভেল প্ল্যায়িং ফিল্ড করে তারপরে নির্বাচন দেবে, সেই নির্বাচনে জনগন নিজের হাতে ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে। সেই নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলেই বাংলাদেশে সকল সংকটের সমাধান হবে। দ্রব্যমূল্য বলেন, লোডশেডিং বলে … সব কিছু সমাধান আসবে।”

 

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন চৌধুরী মানিক মিয়া হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

 

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুসহ ড্যাবের নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন।

 


শেয়ার করুন