২৯ জুন ২০১২, শনিবার, ০৮:২৯:৫৬ অপরাহ্ন


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউইয়র্কে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউইয়র্কে জেএফকেতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা


জাতিসংঘের বিশেষ অধিবেশে যোগদিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন নিউইয়র্কে। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিও ব্যক্তিগত সফরে নিউইয়র্ক এসেছেন। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি গত ২৫ জুন স্বপরিবারে নিউইয়র্কে আসেন। এয়ারপোর্টে তাকে ম্বাগত জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, আর আমিন, শিবলী সাদিক প্রমুখ। জানা গেছে, আসাদুজ্জামান খান কামাল ২৬ জুন জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দেবেন। ঐ দিন সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগের দলের প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানটি গত ২৬ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। এর জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২৮ জুন নিউইয়র্ক ত্যাগ করবেন।

এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিও গত ২৫ জুন নিউইয়র্কে অবতরণ করেন। তিনি স্বপরিবারে নিউইয়র্কে আসেন। জানা গেছে, তিনি এসেছেন ব্যক্তিগত কাজে। এয়ারপোর্টে তাকে ফুলেল অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তিনি নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা এবং লসএ্যাঞ্জেলেসে যাবেন।

শেয়ার করুন